সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৫, ক্ষতির পরিমাণ ৯০০কোটি টাকা

Main বাংলাদেশ
শেয়ার করুন

Published on: জুন ৫, ২০২২ @ ২২:০৩

এসপিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫। বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা সূত্র জানাচ্ছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, “আমরা সন্ধ্যা ৬.২৬ টায় আরও সাতটি লাশ পেয়েছি, যা অগ্নিকাণ্ডে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫-এ পৌঁছেছে।” অনুমান করা হচ্ছে যে রফতানি ও আমদানির জন্য তৈরি অনেক পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বিএম ডিপোতে আগুনে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি পণ্য পুড়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৯০০ কোটি টাকা।

এর আগে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস মিডিয়া সেলের একটি প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আগুন নেভাতে গিয়ে আটজন দমকলকর্মী মারা গেছেন এবং ১৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুই সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তারা আরও জানান, আহত ৩০০ জনেরও বেশি, যাদের মধ্যে অনেকেই দগ্ধ হয়েছেন, তারা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল ডিপোতে পৌঁছেছে। এএসআই তালুকদার জানান, ২৮টি মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশের দৈনিক প্রথম আলো লিখেছে- গতকাল শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দু’শো-র বেশি মানুষ আহত হয়। আহতদের অধিকাংশোকে রাতেই চটগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।  অর্থাৎ

বাংলাদেশ সংবাদ সংস্থা লিখেছে- পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এবং লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ ও ডিপোর কর্মকর্তাদের মতে বিএম কন্টেইনার ডিপো লিমিটেড একটি নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদারকে উদ্ধৃত করে তারা জানিয়েছে- ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হাইড্রোজেন পারক্সাইডের জ্বালানীর কারণে আজ সকাল থেকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা একাধিক প্রচেষ্টা চালানো সত্ত্বেও অগ্রসর হতে পারেনি, সূত্র জানিয়েছে।

Published on: জুন ৫, ২০২২ @ ২২:০৩


শেয়ার করুন