সিপিএম-বিজেপিকে একসাথে বিঁধলেন মমতা- “সকালে রাম বিকেলে বাম আর রাতে খাওয়ার সময় বুমেরাং”

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল

Published on: নভে ২৬, ২০১৮ @ ২০:২৩

এসপিটি নিউজ, জামবনী, ২৬ বভেম্বরঃ জামবনির সভাস্থলে দাঁড়িয়ে তিনি বিরোধী সিপিএম-বিজেপি কাউকে ছেড়ে কথা বলতে ছাড়েননি। গোটা বক্তৃতাতেই উঠে এসেছে তাঁর ক্ষোভ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় দাঁড়িয়ে একটা বার্তাই দিতে চাইলেন- তা হল- রাজ্যের উন্নয়নে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্ঠা করা হলে তিনি কাউকে রেয়াত করবেন না।তিনি পরিষ্কার বলেন- “আমরা ওদের মতো নইযে সকালে রাম বিকেলে বাম আর রাতে খাওয়ার সময় বুমেরাং।”

বিজেপির রামকে নিয়ে মাতামাতি প্রসঙ্গে মমতা এদিন বলেন- “একটা মন্দির বানিয়ে দিয়ে বলছে জয় শ্রীরাম। আমরা কাকে পুজো করি? মা দুর্গা। মা দুর্গা কে? রামচন্দ্র তাঁকে পুজো করেছিলেন। তাহলে আমরা এখন্রামচন্দ্রের পুজো করব না মা দুর্গার পুজো করব? রাবনকে রাজারাবার জন্য রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন। তাহলে আমরা কি করব? আমরা তো মা দুর্গার পুজো করি। মাকালীর পুজো করি। আমরা তো গণপতির পুজো করি। আমরা তো করম পুজো করি। আমরা তো হূল উৎসব পালন করি। আমরা তো সর্বধর্ম পালন করি। ওদের মতো তো নয় যে সকালে রাম বিকেলে বাম আর রাতে খাওয়ার সময় বুমেরাং। এটা আমরা করি না। আমরা বাংলার যা কালচার আদিবাসী ভাইবোনেদের কালচার আদিবাসী ভাইবোনেরা করে উর্দুভাষীদের কালচার মুসলিম ভাইবোনেদের কালচার তারা পালন করে। খ্রিস্টানদের কালচার তারা পালন করে। হিন্দু ভাইবোনেদের কালচার তারা পালন করে। কিন্তু আমরা এসব করি না।”

“আমরা জীবনটা বিক্রি করে খাই না। মা-কে কেউ বিক্রি করে খায়? ঘরের দেবতা আমাদের কাছে মা। ওরা বিক্রি করে খায়। তাই দেশে আগুন জ্বালায়। মনে রাখবেন ওরা রাবনের পুজো করে। ওরা রামের পুজো করে না। ওসব লোকদেখানো। ওটা নির্বাচন দেখানো। ওটা আগুন জ্বালানো। ওটা দাঙ্গা লাগানো। ওটা কুৎসা করানো। ওটা অপপ্রচার করানো। ঝাড়খণ্ড থেকে কিছু মাওবাদীদের নিয়ে এসে বলছে চলো ঝাড়গ্রামে একটু রক্ত লাগাই। কেন? আবার ছেলে খুন হবে আবার মেয়ে খুন হবে। আবার মানুষের খাদ্য বন্ধ হয়ে যাবে। আবার স্বাস্থ্য বন্ধ হয়ে যাবে।” বলেন মমতা।

মমতা এবার সরাসরি বিজেপির দিকে তোপ দেগে বলেন- “ছত্তিশগড়ে বিজেপি কতদিন আছে ক্ষমতায় মাওবাদীদের দমন করতে পেরেছে? পারেনি। রোজ গন্ডগোল হচ্ছে। একটা কাজ করতে পারে না বড় বড় কথা। আর আমরা ৪৮ হাজার কোটি টাকা দেনা শোধ করে আমাদের আজ দাঁড়াতে হয়েছে। গ্রাম বাংলা সচেতন থাকবেন।”

এরপর মমতা সিপিএমের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন-” মনে রাখবেন ওই সিপিএম পার্টিটা ৩৪ বছর ধরে বাংলাকে যারা সর্বশান্ত করেছে আর সিপে এম পার্টিটা বাংলায় বিজেপির হাত ধরে সকালে লাল জামা পড়ে আর বিকেলে গেরুয়া জামা পড়ে। ওদের কোন ও নৈতিক চরিত্র বলে কিছু নেই। অত্যাচার করে করে শেষ করে দিয়েছে।ওরা চায় না ঝাড়গ্রাম ভাল থাক। ওরা চায় না লালগড় ভাল থাক। ওরা চায় না নেতাই ভাল থাক। ওরা চায় না বিনপুর ভাল থাক। ওরা চায় না গোপীবল্লভপুর ভাল থাক। ওরা চায় না নয়াগ্রাম ভাল থাক। ওরা চায় না সাঁকরাইল ভাল থাক, ওরা চায় না কেশিয়াড়ি ভাল থাক। ওরা চায় না নারায়নগড় ভাল থাক। ওরা চায় না দাঁতন ভাল থাক। ওরা চায় না বাংলা ভাল থাক। অনেক কষ্ট করে আমরা দার্জিলিং আর জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছি।আর বিজেপির কাজ একটাই-নেই কাজ তো খই ভাজ। জনগণের সব টাকা কেড়ে নিয়ে জনগণের সম্পত্তি লুঠ করে দেশটাকে বিক্রি করে দিয়ে শুধু মিথ্যে কথা বলা।”

Published on: নভে ২৬, ২০১৮ @ ২০:২৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 57 = 61