‘সব কিছু করবে রাজ্য সরকার, আর নির্বাচনের আগে কেউ টাকা নিয়ে এসে মদ আর ভাত খাইয়ে বলবে ভোট দাও’

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

Published on: নভে ২৬, ২০১৮ @ ১৯:২৫

এসপিটি নিউজ, জামবনি, ২৬ নভেম্বরঃ উন্নয়নের জন্য তিনি একবার নয় বারে বারে পঊঁছে যাচ্ছেন জেলার মানুষের কাছে। তুলে দিচ্ছে একাধিক পরিষেবা। কিন্তু তারপরও কেউ কেউ বিরূপ আচরন করায় বিরক্তি প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার যেমন জামবনির প্রশাসনিক সভাস্থলে দাঁড়িয়ে বিজেপির হয়ে দাঁড়ানো লোকপ্রসার শিল্পীকে সরাসরি প্রশ্ন করেন- “রাজ্যে ২ লক্ষ লোকপ্রসার শিল্পী তাদের ১ হাজার টাকা করে দি। তারপরেও তাদের মধ্যে কেউ বিজেপির টাকায় ভোটে দাঁড়ান। তাদের আমি জিজ্ঞাসা করি, যখন খেতে পেতেন না তখন কে দেখতে আসত?”

মমতা বলেন,”আজকে দুর্গাপুজো কলকাতায় হয়। কত ধামসা-মাদল এখান থেকে যায়। বুকে হাত দিয়ে বলুন আমি ঠিক বলছি কিনা? যারা আমার শিল্পীরা আছেন বলুন, বুকে হাত দিয়ে বলুন কোথায় ছিল সেদিন বিজেপি? কোথায় ছিল সেদিন সিপিএম? কোথায় ছিল সেদিন গেরুয়ার দল? কোথায় ছিল সেদিন লাল পার্টির দল? দিনের পর দিন মানুষ খেতে পেত না। আজকে বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, বীরভূম বলুন, বর্ধমান বলুন, মেদিনীপুর বলুন, ঝাড়গ্রাম বলুন, সমস্ত পুজোতে আদিবাসী ছেলেমেয়েরা যায়। তারা ধামসা নিয়ে যায় মাদল নিয়ে যায়। কেউ বা বাঁশি নিয়ে যায়। কত আনন্দ করে।”

এরপর মুখ্যমন্ত্রীর গলা থেকে বেরিয়ে আসে তীব্র ক্ষোভ। বলেন-“আজকে ইলেকশনের আগে টাকা দিয়ে আপনাদের দাঁড় করিয়েছে। এই করব সেই করব বলে। পশ্চিমবঙ্গ সরকারকে বাদ দিয়ে কিছু হবে না। মাথায় রাখুন।পঞ্চায়েত উন্নয়ন রাজ্য সরকার করে কেন্দ্রীয় সরকার করে না। এটা মাথায় রাখুন। কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নিয়ে কাজ করে। বর্ডার নিয়ে কাজ করে। অর্থ নিয়ে কাজ করতে গিয়ে দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে। আরবিআই থেকে সিবিআই সবাই বলছে বাই বাই। এমন অবস্থা হয়ে গেছে দেশের। স্বাস্থ্য কে দেখে? রাজ্য সরাকার দেখে। আমাদের সরকার। খাদ্য কে দেয় রাজ্য সরকার দেয়। শিক্ষা কে দেয় রাজ্য সরকার দেয়।সবুজসাথী কে দেয় রাজ্য সরকার দেয়। সব কিছু করে দেবে রাজ্য সরাকার। আর নির্বাচনের আগে কয়েকটা টাকা নিয়ে চলে আসবে দুদিন মদ আর ভাত খাওয়াবে খাইয়ে বলবে ভোট দাও। টাকা নেবেন কিন্তু ভোট দেবেন না।”

“টাকাটা জমিদারির টাকা নয়। জনগনের টাকা। আগামিদিন প্রমান হয়ে যাবে জনগনের নাম করে কত কেলেঙ্কারি হয়েছে। আজ সিবিআই থেকে বেরোচ্ছে। আরবিআই থেকে বেরোচ্ছে। আগামিদিন আর ও বেরোবে। গ্যাস দেওয়ার নাম করে যে কেলেঙ্কারি হয়েছে সব কিছু বেরোবে। ভাববেন না যে আমাদের কাছে কিছু নেই। পেটের ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই।” কটাক্ষ মমতার।ছবি-জামবনির সভায় ধামসা-মাদল শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published on: নভে ২৬, ২০১৮ @ ১৯:২৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =