সিপিএমের ‘হার্মাদ’দের নিয়ে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে শালবনীতে তৃণমূলের প্রতিবাদ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                 ছবি-বাপন ঘোষ

Published on: অক্টো ২৯, ২০১৮ @ ০১:২৬

এসপিটি নিউজ, শালবনী, ২৮ অক্টোবরঃ বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে শালবনীতে। যেখানে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ- সিপিএমের হার্মাদদের সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি। আর তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের কলসীভাঙা এলাকায় পদযাত্রা ও পরে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস।

গত পঞ্চায়েত নির্বাচলে কলসীভাঙা পঞ্চায়েতের আসনটিতে বিজেপি জয়লাভ করে। কিন্তু অঞ্চলটি দখল করে তৃণমূল। এরপর শুরু হয় মারামারি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, সিপিএমের হার্মাদদের সাথে নিয়ে বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস।

এদিনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি বলেন, পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করার পর সিপিএমের হার্মাদদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায়। এভাবে সন্ত্রাস সৃষ্টি করে জঙ্গলমহলে ওরা কালোদিন ফিরিয়ে আনার চক্রান্ত শুরু করেছে। কলসীভাঙা, পাথরী সহ সাতপাটি অঞ্চলের চানুষ সেইদিন আর ফিরিয়ে আনবে না। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত মাওবাদি আ সিপিএমের লাগামহীন সন্ত্রাস মানুষ ভুলে যায়নি। ওদের এই সন্ত্রাসের বুরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার কথা বলেন।

শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের সদস্য নেপাল সিংহ বলেন, অশান্ত জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে উন্নয়নের কাজ শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য সিপিএমের হার্মাদদের সঙ্গে নিয়ে বিজেপি এলাকায় হামলা সন্ত্রাস চালাচ্ছে। বিজেপিকে মানুষ এর যোগ্য জবাব দেবে।

এদিনের সভায় এছাড়া উপস্থিত ছিলেন স্নাহাশীষ ভৌমিক, সন্দীপ সিংহ, পরিমল ধল, সঞ্জীবন দাস সহ অনেকে।

Published on: অক্টো ২৯, ২০১৮ @ ০১:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =