শিলিগুড়িকে স্বচ্ছ রাখতে উদ্যোগী বেসরকারি সংস্থা, মন্ত্রীর হাত দিয়ে বসানো হল বেতের কুড়াদান

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: অক্টো ২৯, ২০১৮ @ ০০:৪৬

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৮অক্টোবরঃ এমন এক গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে কোথাও কোনও ডাস্টবিন নেই। যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। আবার সেই মানুষজনই প্রশাসনের দোহাই দিয়ে শহর অপরিষ্কার করে চলে। অবশেষে এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংস্থা।যাদের উদ্যোগে শহর শিলিগুড়ির পাশাপাশি এখানকার বিভিন্ন সরকারি দফতর, ছোট-বড় পার্কে বসানো হল বেতের তৈরি কুড়াদান। আর এই কাজটা তারা সম্পন্ন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে।

ঐ স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত ১৫টি ডাস্টবিন তারা বসিয়েছে। এরপর ধীরে ধীরে আরও ডাস্টবিন তারা আনবেন। শহরকে পরিষ্কার রাখতে তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালাবেন।মন্ত্রী গৌতম দেব বলেন, সব জিনিস শুরুতেই সবাই ভাল করে করতে পারে না তবে যে কাজের পিছনে উদ্দেশ্য মহৎ সে কাজ একদিন অনেক বড় আকার নেয়।

ইতিমধ্যে শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করতে পুরসভা থেকে শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর বলে ঘোষণা করা হয়ছে।এরই মধ্যে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী।

Published on: অক্টো ২৯, ২০১৮ @ ০০:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 31 = 32