COVID-19: লড়ছে ভারত, এই সঙ্কল্প ধরে রাখলে করোনার বিরুদ্ধে জয় আসবেই

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

  • ভারত সরকারের নিজস্ব ওয়েবসাইটে কোভিড-19 নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে।সেখানে বলা হয়েছে আক্রান্ত 810 । সুস্থ হয়ে উঠেছেন 80 জন। মৃত্যু হয়েছে 19 জনের।
  • বিশ্বব্যাপী এক পরিসংখ্যানে আজ বিকেল 5টা 9মিনিটের তথ্যে বলছে- কোভিড-19 এ পর্যন্ত সারা বিশ্বে 6,31 ,766 জন আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে 28, 990 জন।সেরে উঠেছে 1,38, 106 জন।
  • সব চেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়- 1,12,560। আজ নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে 8,434 জন। মৃতের সংখ্যা 1,878
  • ভারতে মৃত্যুর সংখ্যা 12 মার্চ থেকে 23 মার্চের মধ্যে ছিল 1024 তারিখেও একই ছিল। কিন্তু পরবর্তী দু’দিনে সংখ্যাটা অসম্ভব বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুন হয়ে দাঁড়ায় 19

Published on: মার্চ ২৮, ২০২০ @ ২৩:৪৮

Reoporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ মার্চ:  এই প্রতিবেদন বাধ্য হয়েই লিখছি। কোভিড-19 প্রতিরোধে ইতিমধ্যে আমাদের দেশ ভারত লকডাউন করেছে। 130 কোটি জনসংখ্যার দেশ ভারত এই সংক্রামিত রোগের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা নিয়ে কিন্তু সেভাবে বলা হচ্ছে না। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের লড়াইকে কুর্নিশ জানিয়েছে। সংবাদ প্রভাকর টাইমস মনে করছে সাধারণ মানুষের সামনে এই মুহূর্তে দেশের বাস্তব ছবিটা তুলে ধরা প্রয়োজন।যে ছবিতে কখনোই সেই ভয়াবহ আকার ধরা পড়েনি। বরং ভারতের অসাধারণ লড়াইয়ের ছবি প্রকাশ পেয়েছে।

ভারত সরকারের নিজস্ব ওয়েবসাইটে উঠে এসেছে এই তথ্য

ভারত সরকারের নিজস্ব ওয়েবসাইটে কোভিড-19 নিয়ে যে তথ্য প্রকাশ করা হচ্ছে প্রতি মুহূর্তে সেখানে এখন বলা হয়েছে এ পর্যন্ত ভারতীয় বিমানবন্দরগুলিতে 15 লক্ষ  24  হাজার 266 জনের স্ক্রিনিং করা হয়েছে। ধরা পড়েছে 810  জনের। সুস্থ হয়ে উঠেছেন 80 জন। মৃত্যু হয়েছে 19 জনের।এখানে রাজ্য ধরে আক্রান্তের তথ্য তুলে দিয়েছে। আপনাদের জানার জন্য সেই তথ্যও তুলে দিলাম-

অন্ধ্রপ্রদেশ-14, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ-6, বিহার-9, চন্ডীগড়-8, ছত্তিশগড়-6, দিল্লি-38, গোয়া-3, গুজরাট-44, হরিয়ানা-19, হিমাচল প্রদেশ-3, জম্মু ও কাশ্মীর-20, কর্ণাটক-55, কেরালা-168, লাদাখ-13, মধ্যপ্রদেশ-30, মহারাষ্ট্র-177, মণিপুর-1, মিজোরাম-1, ওড়িশা-3, পণ্ডীচেরী-1, পাঞ্জাব-38, রাজস্থান-55, তামিলনাড়ু-34, তেলেঙ্গানা-46, উত্তরাখণ্ড-4, উত্তরপ্রদেশ-54 এবং পশ্চিমবঙ্গ-15।

দেশের লড়াই

এ তো গেল আমাদের সরকারি হিসাব। মনে রাখতে হবে 130কোটি জনসংখ্যার মধ্যে এই চিত্র। সেক্ষেত্রে আমাদের দেশের সরকার ও তার সিদ্ধান্ত এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে সংবাদ মাধ্যম, পুলিশ, প্রশাসন যেভাবে নিরলস পরিশ্রম করে চলেছে এ তারই ফল। এই সঙ্গে এটাও মানতে হবে- আমাদের দেশের মানুষ সর্বত্র হয়তো সেভাবে যতটা আমরা আশা করেছি সেই তুলনায় অনেক জায়গাতেই মানুষ লকডাউন সত্ত্বেও ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন। তবু এখনও পর্যন্ত সংখ্যাটা আমরা কিন্তু এখনও একটা জায়গায় ধরে রাখতে পেরেছি।

সাম্প্রতিক তথ্য

ঠিক আছে, আমি আপনাদের আজকের একেবারে সাম্প্রতিক তথ্য তুলে ধরছি যা দেখে আপনারাই ঠিক করে নেবেন কেন আমি বলছি আমাদের দেশ ভারত এই করোনা ভাইরাস যুদ্ধে দারুন লড়াই করে যাচ্ছে। আসুন তাহলে ধরি সেই পরিসংখ্যান-

বিশ্বব্যাপী এক পরিসংখ্যানে আজ বিকেল 5টা 9মিনিটের তথ্যে বলছে- কোভিড-19 এ পর্যন্ত সারা বিশ্বে 6,31 ,766 জন আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে 28, 990 জন।সেরে উঠেছে 1,38, 106 জন। সব চেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়- 1,12,560। আজ নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে 8,434 জন। মৃতের সংখ্যা 1,878।নতুন করে মারা গেছে 182জন। ইতালিতে আক্রান্ত 88,898জন। মৃতের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি 9,134জন। এরপর চিনে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে-81,394জন। মারা গিয়েছে 3,295জন। স্পেনে আক্রান্ত হয়েছে- 72,248জন। মারা গিয়েছে 5,812জন। আজ একদিনে মারা গেছে 674জন। এ তো গেল ইউরোপের ছবি। এরকম আরও আছে। যা খুবই ভয়াবহ। যেসব দেশের আয়তন ভারতের এক একটা বড় বড় রাজ্যের চেয়েও ছোট। সেখানেই এমন ছবি।

এশিয়া মহাদেশের পরিসংখ্যান

এবার আসা জাক এশিয়া মহাদেশে। ইরানে তো আক্রান্তের সংখ্যা 35 হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আড়াই হাজার পাড় করে ফেলেছে। আজ নতুন করে সারা দিনে মারা গেছে 139জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা 1,452জন। মারা গেছে 12জন। আজ আরও একজনের মৃত্যু হয়েছে।থাইল্যান্ডে আক্রান্ত 1,245জন। মারা গেছে 6জন। সৌদি আরবে আক্রান্ত 1,203জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত-1,155, মৃত-102। নতুন করে মারা গেছে আরও 15জন।

বাস্তব ছবি ভারতের

যারা বলে চলেছে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই তথ্য ঠিক নয়। তারা কিসের নিরীখে এমন ভুলভাল কথা বলে মানুষের মনে ভয় ধরাচ্ছে জানি না। তবে সংবাদ প্রভাকর টাইমস তথ্য খতিয়ে দেখেছে। যেখানে গত 22 মার্চ থেকে আজ পর্যন্ত এক পরিসংখ্যান হাতে এসেছে আমাদের। সেখানে দেখা যাচ্ছে- 22 মার্চ দেশে 396জন আক্রান্ত হয়। 23 মার্চ সংখ্যাটা দাঁড়ায় 499। অর্থাৎ 103টি বাড়ে। 24 তারিখ বৃদ্ধির হার কমে যায় 37টি। 25 তারিখ আবার তা বেড়ে হয় 121টি। 26 তারিখ সেই বৃদ্ধির গ্রাফ ফের কমে যায় 70টি। যদিও 27 তারিখ ফের তা বেড়ে হয় 160টি। তবে আজ এখন পর্যন্ত তা কমে দাঁড়িয়ে আছে 46টি।মৃত্যুর সংখ্যা 12 মার্চ থেকে 23 মার্চের মধ্যে ছিল 10। 24 তারিখেও একই সংখ্যা ছিল। কিন্তু পরবর্তী দু’দিনে সংখ্যাটা অসম্ভব বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুন হয়ে দাঁড়ায় 19। তবে এখনও সংখ্যাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। মারাত্মক আকার নেয়নি। তাহলে কী আমরা ধরে নিতে পারি না, আমাদের দেশ ভারত করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে অসাধারণ লড়াই চালাচ্ছে।

লড়াইয়ে পাশে থাকুন, আসবে জয়

আসুন সমালোচনা নয়, বিভেদ নয়- সবাই সরকারের পাশে যেমন আছি ঠিক তেমনভাবেই আরও ঐক্যবদ্ধভাবে থাকবো। করোনার বিরুদ্ধে লড়াই-এ জিততে হলে আমাদের সকলকে এভাবেই আরও কয়েকটা সরকারের আবেদনে সাড়া দিয়ে ঘরে থাকার দৃঢ় সংকল্প নি। এটাই হবে আমাদের একমাত্র ব্রত। তবেই 130 কোটির ভারত দেখাবে বিশ্বকে পথ। সেই শপথ নি।যেভাবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আগামী আরও কিছুদিন আমরা এই লড়াই যদি চালিয়ে যেয়েতে পারি তাহলে করোনার বিরুদ্ধে জয় আমাদের আসবেই আসবে।

Published on: মার্চ ২৮, ২০২০ @ ২৩:৪৮

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =