মাঝরাতে আচমকা আগুনে পুড়ে ছাই কার্শিয়াঙে ব্রিটিশ আমলের নির্মাণ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণা দাস

Published on: অক্টো ২৯, ২০১৮ @ ১৮:১৪ 

এসপিটি নিউজ, কার্শিয়াং, ২৯অক্টোবরঃ আচমকা আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা যখন তাকে বের করে আনে দেখেন গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে। পুড়ে ছাই হয়ে যায় কার্শিয়াঙে ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী নির্মাণ।তবে এই দুর্ঘটনায় কোনআ হতাহতের ঘটনা ঘটেনি।

ওই আবাসনের বৃদ্ধা মালকিন জানান, প্রথমে একটি বিকট আওয়াজ তাঁর কানে আসে। নিছক বেড়াল কিছু ফেলে দিয়েছে বলে খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু পরে যখন স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির বাইরে নিয়ে আসেন, তখন তিনি দেখেন গোটা বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। আবাসনের সমস্তটাই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ওই বৃদ্ধা।

জানা গেছে, রবিবার রাত প্রায় সাড়ে দশটার পর আবাসনটিতে আগুন লাগে। সেইসময় প্রতিবেশিরা প্রথমে একটি বিকট শব্দের আওয়াজ শুনতে পায়। স্বভাবতই শীতের শান্ত রাতে এধরনের আওয়াজে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে তারা। এরপর দেখতে পায় আবাসনটি দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাই হয়ে যায় আবাসনটি।আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত করবে পুলিশ ও দমকল বিভাগ।

Published on: অক্টো ২৯, ২০১৮ @ ১৮:১৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 2