সামুদ্রিক দূষণের বলিঃ মৃত তিমির পেট থেকে উদ্ধার হল এত বিশাল সংখ্যার প্লাস্টিক

Main প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিদেশ
শেয়ার করুন

Published on: নভে ২১, ২০১৮ @ ০৮:৩৩

এসপিটি নিউজ ডেস্কঃ কি ভয়াবহ চিত্র তা বেশ বুঝতে পারছেন পরিবেশবিদরা। যা সত্যি এখন এক চিন্তার কারণ হয়ে দাঁড়াল। সমুদ্রে এমন দূষণ ছড়ালে তার যে কি ভয়ানক পরিণতি হতে পারে তা ইন্দোনেশিয়ায় উদ্ধার হওয়া এক মৃত তিমিকে দেখেই বোঝা গেছে। যার পেট থেকে বার করা হয়েছে কত বিশাল পরিমান প্লাস্টিক, জানেন-১৩.২ পাউন্ড অর্থাৎ ৬ কিলোগ্রাম প্লাস্টিক।এমনই একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে   সিএনএন-এ।

৩১.১৭ ফুট লম্বা এই তিমিটিকে ইন্দোনেশিয়ার সুলায়েসির দক্ষিনপূর্ব দিকের কাপোটা দ্বীপের ওয়াকাটোবি ন্যাশনাল পার্কে। পার্কের কর্তারা ম্ররত তিমিটিকে উদ্ধারের পর তার পেট থেকে প্লাস্টিক বোতল, চটি, ১১৫টি প্লাস্টিক কাপ বের হয়। প্রায় ১ হাজার প্লাস্টিক উদ্ধার হয় তার স্টমাক থেকে।

যদিও আমরা মৃত্যুর কারণটি নিরূপণ করতে সক্ষম নই, তবে আমরা যে তথ্যগুলি দেখি তা সত্যিই ভয়াবহ। “ডাব্লুএফএফ-ইন্দোনেশিয়ার সামুদ্রিক প্রজাতির সংরক্ষণ সমন্বয়কারী ডভি সুপারপ্রিটি  সিএনএন-এ এক বিবৃতিতে বলেন।

Published on: নভে ২১, ২০১৮ @ ০৮:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 14 = 17