সহযোগিতার হাত বাড়িয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল কংগ্রেস

Main রাজ্য
শেয়ার করুন

গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কালীপদ সুরের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হয়।

সংবাদদাতা- সুদর্শন বেরা

Published on: ফেব্রু ২০, ২০২০ @ ২৩:১৯

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি: উদ্দেশ্য একটাই- পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠূভাবে পরীক্ষা দিতে পারে। আর সেদিকেই সতর্ক দৃষ্টি দিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গল্বার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ঠিক সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিল ঝাড়্গ্রাম জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-দুই ব্লকের বেলিয়াবেড়া পরীক্ষা কেন্দ্রের সামনে সহায়তা শিবির করে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল আর কলম তুলে দেন। গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কালীপদ সুরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। বুধবারও তা হয়েছে। এখানেই থেমে থাকেননি কালীপদবাবু। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেদিকেও সতর্ক দৃষ্টি দিয়েছেন তিনি।করেছেন প্রয়োজনীয় ব্যবস্থাও।

কালীপদ বাবু বলেন, প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার সময় ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সমস্ত পরীক্ষার্থীদের পাশে থাকে তৃণমূল কংগ্রেস। আমাদের উদ্দেশ্য হল তাদের সহায়তা করা। সেই সঙ্গে তাদের শুভেচ্ছা জানানো হয় যাতে তারা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারে।তিনি আরও বলেন যে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ,মহিলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন একসঙ্গে দুই হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছে এবং সমস্ত পরীক্ষার্থীকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

গোপীবল্লভপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং বলেন, মাধ্যমিক পরীক্ষার প্রতিটি দিন ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা হবে। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সময়ও তৃণমূল কংগ্রেস ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে।

Published on: ফেব্রু ২০, ২০২০ @ ২৩:১৯

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 + = 65