চিনে সঙ্গরোধে থাকা রোগীদের খাবার সরবরাহ করছে রোবট- TAFI দিলো প্রতিক্রিয়া, RTDC বলছে এই কথা

দেশ বিদেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

  • ট্রলির আকারের একটি রোবট হাসপাতালের ভিতর ঘুরে ঘুরে রোগীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে।
  • টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন।
  • সব থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাভেল দুনিয়া, জানালেন টাফির চেয়ারম্যান।
  • টাফি এখন বিদেশি পর্যটকদের কাছে আবেদন রেখেছে- আপনারা নিশ্চিন্তে  ভারতে আসুন, ভ্রমণের আনন্দ নিন।
  • বিদেশের উড়ান যেহেতু এখন কমে গেছে স্বাভাবিকভাবেই দেশের ভিতরে চলাচলকারী ডোমেস্টিক উড়ানের ভাড়া বাড়ছে।
  • আরটিডিসি-র কলকাতার আধিকারিক হিঙ্গলাজ দন রত্নুও জানালেন বিদেশিরা নিশ্চিন্তে ভারতে ভ্রমণ করতে পারেন। আপনারা আসুন রাজস্থা। দেখুন আমাদের দেশের দেশের কলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টির সঙ্গম।
  • প্যালেস-অন-হুইলস-এ রাজস্থান ভ্রমণের জন্যও জানালেন আমন্ত্রণ।

Published on: ফেব্রু ১৯, ২০২০ @ ২০:৩৩

এসপিটি নিউজ ডেস্ক:  চিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রতিনিয়ত নানা ধরনের উপায় বার করছে তারা। কিভাবে তাদের সুস্থ করে তোলা যায়, কিভাবে তাদের সুরক্ষিত রাখা যায়। ইতিমধ্যে হাসপাতালগুলিতে নামানো হয়েছে রোবট। যারা ঘুরে ঘুরে রোগীদের ঘরে খাবার সরবরাহ করছে। তবে এসবের মধ্যেও কিন্তু উদ্বেগ কাটছে না।কারণ, এর মধ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। ট্রাভেল এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি দিলেন এই বিষয় নিয়ে তাদের মূল্যবান প্রতিক্রিয়া।

জিনহুয়া’ সেই ভিডিও-তে কি দেখা গিয়েছে

চিনের জিনহুয়া নিউজ একটি ভিডিও ছেড়েছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সারা দুনিয়াতে। যেখানে দেখা যাচ্ছে ট্রলির আকারের একটি রোবট হাসপাতালের ভিতর ঘুরে ঘুরে রোগীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। সেইসব রোগী যাদের পৃথক করে রাখা হয়েছে। সেই রোবট রোগীদের ঘরের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। রোগীদের ডাকছে। তাদের বলে দিচ্ছে যে তার খাবার কত নম্বর তাকে আছে। রোগী সেটা নিয়ে চলে যাওয়ার সময় ফের রোবট জানাচ্ছে যে ‘ফিনিশ’ বটম টিপতে। তারা সেটি টিপতেই রোবটের কাজ সম্পূর্ণ হচ্ছে। সে সেখান থেকে প্রস্থান করছে। খুবই অদ্ভুত। আবার প্রশংসনীয় বটে।

জিনহুয়া নিউজ দিয়েছ এই তথ্য

জিনহুয়া নিউজ সূত্রে জানা গিয়েছে- চিনে জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, দেশে প্রতিদিন সদ্য পুনরুদ্ধার হওয়া নভেল করোনাভাইরাস রোগীদের সংখ্যা প্রথমবারের তুলনায় নতুনভাবে নিশ্চিত হওয়া সংক্রমণের চেয়ে সেই সংখ্যা অতিক্রম করেছে। মঙ্গলবার 1,824 জনকে সুস্থ হয়ে হাসপাতালের বাইরে চলে যেতে দেখা গিয়েছে, একই দিন নভেল করোনাভাইরাস সংক্রমণের নতুন সংখ্যার চেয়ে বেশি, যা ছিল 1,749, কমিশন বুধবার প্রকাশিত পরিসংখ্যান দেখিয়েছে।কমিশন জানিয়েছে, মঙ্গলবারের শেষে নভেল করোনাভাইরাসে আক্রান্ত মোট 14,37 6 জন রোগীকে সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানালেন এই প্রতিক্রিয়া

এসব কিছু দেখে এবং জেনে টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রথমেই খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেন। জানান- চিন বলে এভাবে লড়াই চালিয়ে যেতে পারছে। এটা যদি অন্য কোনও দেশে হতো তাহলে কী যে হতো!তবে উদ্বেগ কিন্তু তাদের কাটছে না। তিনি জানান, “টাফি সমানে এর উপর নজর রেখে চলেছে। আসলে এ তো শুধু ভ্রমণের বিষয় নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। এই যে জামা কিংবা শাড়ি কিংবা কাপড় যাই বলুন না কেন, তাতে যে সুতো থাকে তা কিন্তু চিন থেকেই আসে। শুধু কী তাই! এই যে জ্বর হলেই আমরা যে প্যারাসিটামল খাই, তাও তো আসে ওই চিন থেকে। কাল থেকেই দেখবেন এই প্যারাসিটামলের দাম লাফিয়ে ৪০ শতাংশ বেড়ে যাচ্ছে। শুধু ওষুধই নয় কত কিছু আছে যা চিন থেকে আসছে। এর ফলে তো ওই সমস্ত জিনিসেরই দাম বেড়ে যাবে।”

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ট্রাভেল দুনিয়া- অনিল পাঞ্জাবি

“তবে সব থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাভেল দুনিয়া। কত কোটি কোটি টাকা আটকে রয়েছে। বহু জায়গা থেকে ফোন আসছে। কিন্তু কিছুই করতে পারছি না। টাকা ফেরত আসছে না। এর একটা বড় প্রভাব পড়েছে অসামরিক বিমান পরিবহনের উপর। বহু কোম্পানি তাদের উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। বহু যাত্রী টিকিট কেটে এখন মাথায় হাত দিয়ে বসে আছে। কোনও টাকা ফেরত পাওয়া যাচ্ছে না, এখনও পর্যন্ত। কবে সেই টাকা ফেরত পাওয়া যাবে তাও কিন্তু কেউ বলতে পারছে না। আর খুব খারাপ প্রভাব পড়েছে দেশের অসামরিক বিমান পরিবহনে। যেখানে ভাড়া এখন অনেকটাই বেড়ে গেছে। বিদেশের উড়ান যেহেতু এখন কমে গেছে স্বাভাবিকভাবেই দেশের ভিতরে চলাচলকারী ডোমেস্টিক উড়ানের ভাড়া বাড়ছে।”

বিদেশি পর্যটকদের টাফি দিয়েছে এই নয়া পথ

“চিনের এই ঘটনার পর বিদেশের পর্যটকরা এখন চিন ভ্রমণের কথা মাথা থেকে সরিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে টাফি নিয়েছে এক নয়া উদ্যোগ। টাফি এখন বিদেশি পর্যটকদের কাছে আবেদন রেখেছে তারা যেন ভারত ভ্রমণের বিষয়ে উদ্যোগী হন। কারণ, ভারতে এত জায়গা আছে যা পৃথিবীর অন্য কোনও দেশে গেলে পাওয়া যাবে না। গোটা বিশ্বের সব কিছুই আছে আমাদের দেশের নানা প্রান্তে। এখনে সমুদ্র থেকে শুরু করে পাহাড়, লেক, বরফ, মরুভূমি থেকে দুর্গ, প্রাসাদ, বনভূমু, মন্দির-মসজিদ-গির্জা থেকে শুরু করে প্যাগোডা, মনাস্ট্রি আরও কত কী। যা দেখে শেষ করা সম্ভব নয়। তাই আমরা বিদেশের সকল পর্যটকদের আহ্বান জানিয়েছি, আপনারা ভারতে আসুন।” জানালেন টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

‘প্যালেস-অন-হুইলস’-এ ভ্রমণের আমন্ত্রণ জানালেন আরটিডিসি-র আধিকারিক হিঙ্গলাজ দন রত্নুও

একই সুর শোনা গেল রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নুর গলাতেও। তিনি বলেন-“সারা দেশের মধ্যে এই মুহূর্তে পর্যটনের দিক থেকে সব চেয়ে এগিয়ে যে রাজ্য তা হল রাজস্থান। আমাদের রাজস্থানে ভ্রমনের অফুরন্ত ভান্ডার ছড়িয়ে আছে। আমাদের রাজ্যেই সব চেয়ে বেশি বিদেশি পর্যটকদের ভিড় হয়। চিনের করোনাভাইরাসের পর বিদেশি পর্যটকরা যদি ভেবে থাকেন, তারা কোথায় যাবেন- তাহলে আমিও বল্বো, আপনারা রাজস্থান চলে আসুন। আমাদের প্যালেস অন হুইলস আছে। বহু বিদেশি এই বিলাসবহুল ট্রেনে চাপার সুযোগ নিয়ে থাকেন। সাত রাত্রির এই যাত্রা আপনাকে এক নতুন ভ্রমণের স্বাদ পাইয়ে দেবে। আরটিডিসি আপনাদের সঙ্গে আছে।”

Published on: ফেব্রু ১৯, ২০২০ @ ২০:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 5