সরস্বতী পুজোর আসরেই অসুস্থ দিলীপ ঘোষ, ভর্তি করা হয়েছে কলকাতায় বেসসকারি হাসপাতালে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

Published on: জানু ২২, ২০১৮ @ ১২:০৪

এসপিটি নিউজ, খড়্গপুর, ২২ জানুয়ারিঃ মহা ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে খড়্গপুরে বিজেপির কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। কিন্তু পুজোড় আসরেই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দলীয় নেতা-কর্মীরা।কলকাতায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

সোমবার বেশ জাঁকজমক সহকারে খড়্গপুরের বিধায়ক ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নিজস্ব কার্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সকাল থেকেই ছিল সাজো সাজো রব। সেখানে উপস্থিত থেকে পুজোর তদারকিও করছিলেন দিলীপবাবু।  দুপুরের খাওয়ার এলাহী ব্যবস্থা করা হয়েছিল। সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে সব পালটে যায়। দিলীপবাবু বুঝতে পারেন তাঁর পা দুটি অসাড় হয়ে পড়ছে। তিন পায়ে জোড় পাচ্ছেন না। সহকর্মীদের কাছে একথা বলেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পরিস্থিতি ঠিক মনে হচ্ছে না দেখে তড়িঘড়ি তাঁকে নিয়ে খড়্গপুর থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

যাওয়ার সময় দিলীপবাবু জানিয়ে যান, পুজোর যামন আয়োজন করা হয়েছে তেমন ভাবেই যেন করা হয়। কোনওভাবেই যেন কাটছাট করা না হয়। সব যেন আগের মতোই চলতে থাকে। কিন্তু তাঁর আচমকা এমন অসুস্থ হওয়ার খবরে কর্মীদের মন খারাপ হয়ে গেছে।্বর্তমানে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

Published on: জানু ২২, ২০১৮ @ ১২:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =