স্বনির্ভর সরস্বতী পুজোঃ বিরল দৃষ্টান্ত স্থাপন করল গড়িয়া মহাপুর আদর্শ বিদ্যাপীঠ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

 এসপিটি নিউজ, বারুইপুর, ২২ জানুয়ারিঃ  ওরাই শিল্পী। ওরাই কারিগর। ওরাই কর্মী। আবার ওরাই আয়োজক।প্রতিমা গড়া থেকে শুরু করে আমন্ত্রণ পত্র সবই ওরা নিজের হাতে করেছে। পুজোর খরচাও তারা নিজেদের থেকেই নিয়েছে। রীতিমতো এক স্বয়ম্ভরপূর্ণ সরস্বতী পুজোর আয়োজন করে রাজ্যের মধ্যে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল সোনারপুরের গড়িয়া মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

বাইরে থেকে কোন প্রতিমা কিনে পুজার আয়োজন নয়, স্কুলের শিক্ষক–শিক্ষিকারা এমনকী ছাত্র-ছাত্রীরা ও কয়েকজন অভিভাবিকা মিলে স্কুলেই নিজেদের হাতে সরস্বতী প্রতিমা নির্মাণ করে সারলেন পুজো। এই চিত্র দেখা গেছে সোনারপুরের গড়িয়া মহামায়া পুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।

সোমবার সরস্বতী পুজার আগে জোর কদমে ছাত্র-ছাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছেন আসরে। স্কুল ঘরে পুজোর জায়গা থেকে শুরু করে স্কুল-প্রাঙ্গনে ঢোকবার রাস্তায় নিজেরাই আলপনা দিয়ে সাজানোর কাজ শুরু করে দিয়েছিল ছুটির দিন সকাল থেকেই।

আলপনায় মাছ থেকে শুরু করে সুন্দর সুন্দর নকশায় সাজিয়ে তুলেছে তাদের প্রিয় স্কুল প্রাঙ্গনকে। শিক্ষক-শিক্ষিকারা এই কাজ তদারকির দায়িত্বে ছিলেন। সব মিলিয়ে উৎসবের আবহ বার্তাঞ্ছিল গোটা স্কুলজুড়ে। এমনকী স্কুলে-স্কুলে আমন্ত্রণ পত্র পাঠাবার জন্য নিজেদের হাতেই আমন্ত্রণ পত্র তৈরি করেছেন ক্ষুদে ছাত্র-ছাত্রীরা। কোন বাইরের খরচ নেই,নিজেদের থেকেই খরচ করে তারা এই আয়োজনে।

পুষ্পাঞ্জলীতে তারা বাগদেবীর কাছে করজোড়ে প্রার্থণা করেছেন-“মা, তোমার আশীর্বাদ যেন এভাবেই আমাদের সঙ্গে থাকে।”

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 + = 41