আজ তারামায়ের নবান্ন উৎসব উপলক্ষ্যে তারাপীঠে কার্তিক পুজোর আয়োজন

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

ublished on: নভে ২৩, ২০২৩ at ২১:৪৯

এসপিটি নিউজ, তারাপীঠ, ২৩ নভেম্বর:  অগ্রহায়ণ মাসে ধান কেটে ঘরে তোলার সময় তারামায়ের কাছে পুজো দেওয়া হয়।গ্রামজুড়ে সকলে তারামায়ের নবান্ন উৎসবে মিলিত হয়। এই নবান্ন উৎসব উপলক্ষ্যে তারাপীঠে মন্দিরের পূর্ব দিকের গেটের পাশে কার্তিক মঞ্চে কার্তিক পুজোর আরাধনা হয়। এই পুজোকে ঘিরে গোতা তারাপীঠে এক উৎসবের বাতাবরণ তৈরি হয়। আজ ছিল সেই দিন।

তারাপীঠ মন্দিরের সেবাইত ও লেখক-গবেষক প্রবোধ কুমার বন্দ্যোপাঢয়ায় তারাপীঠে কার্তিক পুজোর আরাধনা প্রসংগে বলেন- প্রতি বছর তারা মায়ের নবান্ন উৎসব উপলক্ষ্যে অগ্রহায়ণ মাসে তারাপীঠ মন্দিরের পূর্ব দিকের গেটের পাশে কার্তিক মঞ্চে আই পুজোর আয়োজন হয়।

এই কার্তিক পুজোর আয়োজন প্রসঙ্গে প্রবোধবাবু বলেন- আজ থেকে আনুমানিক ১৮৮০ খ্রিস্টাব্দে সাধক মোক্ষদানন্দবাবার উদ্যোগে যতীন্দ্রনাথ পাণ্ডা, রামচাঁদ পাণ্ডা, আদরগোপাল পাণ্ডা, যোগেশ পাণ্ডা, নিকিড়ি পাণ্ডা প্রমুখ তারাপীঠের পাণ্ডা ও গ্রাম্বাসীদের সহযোগিতায় মৃন্ময়ী কার্তিক পুজোর আরাধনা শুরু হয়। বর্তমানে নবনির্মিত কার্তিক মঞ্চেই এই পুজোর আয়োজন হয়।

এই কার্তিক পুজোর আয়োজন কারা করে থাকে সেই প্রসঙ্গে লেখক ও গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘তীর্থভূমি তারাপীঠ’ গ্রন্থে বিশদে উল্লেখ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন- “তারাপীঠে ‘মিলন সঙ্ঘ পাঠাগার’ কার্তিক পুজোর আয়োজন করে থাকে। মিলন সঙ্ঘ প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ খ্রিস্টাব্দে। নবান্নে কার্তিক পুজো চালুর স্মৃতি রোমন্থন করলে দেখা যাবে তারাপীঠের আদি বাসিন্দারা তারামা ছাড়া অন্য কোনও দেবী মূর্তির পুজোর আয়োজন করেন না। এখানে মা-তারা-ই কালী দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী দেবীর পুজো গ্রহণ করেন।সুসজ্জিত মঞ্চ বানিয়ে আদি বাসিন্দারা কেবলমাত্র কার্তিক ঠাকুর, শিব ও তারকাসুরের মৃন্ময় মূর্তি গড়ে চিন্ময় জ্ঞানে পুজোর আয়োজন করেন।”

বর্তমানে গোটা তারাপীঠে নবান্ন উৎসব উপলক্ষে কার্তিক পুজোর আয়োজন এক উৎসবের আকার নিয়েছে।তারাপীঠে ‘কার্তিক মঞ্চ’ সাংস্কৃতিক জাগরণের একটি মাধ্যম হিসাবে আজ পরিচিতি লাভ করেছে বলে জানান প্রবোধবাবু। একই সঙ্গে তিনি বলেন- এই কার্তিক মঞ্চটি তৈরি হয় ২০০৩-২০০৬ খ্রিস্টাব্দে তারামাতা সেবাইত সঙ্ঘের তৎকালীন সম্পাদক অধীর কুমার বন্দ্যোপাধ্যায় ও কোষাধ্যক্ষ দেবাশীষ মুখোপাধ্যায়ের উদ্যোগে।

তারাপীঠে মিলন সঙ্ঘ পাঠাগারের কার্তিক পুজোর মণ্ডপ।
তারাপীঠে কার্তিক পুজোর মন্ডপ
পালপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কার্তিক পুজোর মণ্ডপ
তারাপীঠ মন্দির প্রাংগনে বামদেবের মূর্তি।

ublished on: নভে ২৩, ২০২৩ at ২১:৪৯


শেয়ার করুন