সত্যিই অদ্ভুত! জলন্ধর, সাহারানপুরের পর সীতামারি থেকেও দেখা গেল হিমালয় পর্বতমালা

Main কোভিড-১৯ দেশ ভ্রমণ
শেয়ার করুন

  • বিহারের সীতামারি এলাকা থেকে আজ সকালে হিমালয় পর্বতমালার অপরূপ সৌন্দর্য্য বাসিন্দাদের সামনে এসেছে।
  • সীতামারি থেকে হিমালয়ের দূরত্ব 272 কিলোমিটার।

Published on: মে ৫, ২০২০ @ ১৮:৩৭  

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, ৫ মে:  দেশজুড়ে এখন তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। আগের চেয়ে লকডাউন অনেক জায়গাতেই শিথিল হয়েছে। তবে এখনও বেশিরভাগ মানুষই গৃহবন্দী আছেন। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অনেক কম। ফলে দূষণও কমেছে। ফলে প্রকৃতি বেশি করে নিজেকে এখন উন্মুক্ত করেছে।জঙ্গলের পশু-পাখিরা এখন নিজেদের ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে বিহারের সীতামারি এলাকা থেকে আজ সকালে হিমালয় পর্বতমালার অপরূপ সৌন্দর্য্য বাসিন্দাদের সামনে এসেছে। ক্যামেরা বন্দী করে সেই ছবি ট্যুইট করেছেন অনেকেই।

কত দূরে হিমালয় পর্বতমালা

এর আগে পাঞ্জাবের জলন্ধর থেকে হিমালয়ের পর্বতমালা দেখা গিয়েছিল কয়েকদিন আগে। আপনাদের জেনে রাখা উচিত- এই জলন্ধর থেকে হিমালয় পর্বতমালার দূরত্ব 859 কিলোমিটার। এরপর উত্তরপ্রদেশের সাহারানপুর থেকেও এই হিমালয় পর্বতমালার অপূর্ব দৃশ্য সামনে আসে। সাহারানপুর থেকে হিমালয়ের দূরত্ব 636 কিলোমিটার। ওই দুই জায়গার পর আজ মঙ্গলবার সকালে বিহারের সীতামারি থেকেও একইভাবে হিমালয় পর্বতমালা দেখতে পায় সেখানকার বাসিন্দারা। সীতামারি থেকে হিমালয়ের দূরত্ব 272 কিলোমিটার।

কিভাবে হিমালয় পর্বতমালা দেখা গেল

এখন গোটা বিশ্ব জুড়ে করোনাভাইরাস বা কোভিড-19 সংক্রমন চলছে। আর এর জেরে এখন সারা দেশজুড়েই কলকারখানা থেকে যানবাহন চলাচল বন্ধ। আকাশেও বিমান চলাচল বন্ধ আছে। ফলে দূষণের মাত্রা এখন অনেকখানি কমে গিয়েছে। এর ফলে প্রকৃতি নতুন করে জেগে উঠেছে। জঙ্গলের পশুপাখিরা পর্যন্ত আনন্দে ছুটে বেড়াচ্ছে। মানুষ ঘরের মধ্যে ঢুকে গিয়েছে ঠিকই পশু-পাখিরা কিন্তু আজ সম্পূর্ণ স্বাধীনভাবেই ইচ্ছেমতো চলেফিরে বেড়াতে পারছে। আকাশ এখন এতটাই স্বচ্ছ হয়েছে যে এর ফলে দূরের পাহাড়-পর্বতও চোখের সামনে পরিষ্কার লাগছে। এভাবেই লকডাউনের মধ্যে কখনও জলন্ধর কখনও সাহারানপুর আবার কখনও সীতামারি থেকেও হিমালয় পর্বতমালার চোখের সামনে ভেসে আসছে।

ট্যুইট করলেন হিমালয়ের ছবি

রীতু জয়সওয়াল নামে এক মহিলা হিমালয়ের ছবি ট্যুইট করে লিখছেন- “এই সীতামারি জেলায় আমাদের সিংহবাহিনী গ্রামে বাড়ির ছাদ থেকে মাউন্ট এভারেস্ট দেখা গিয়েছে আজ। প্রকৃতি নিজেই উন্মোচিত হয়েছে। নেপালের লাগোয়া পাহাড়গুলি তো বর্ষার পর আকাশ পরিষ্কার হতেই কখনও কখনও দেখা যেত। কিন্তু আসল হিমালয়ের দর্শন তো আজ প্রথমবার হল।” আইএফএস প্রবীণ কেশয়ান ট্যুইট করেন- ” বিহারের মানুষ তো আজ নিজের গ্রাম থেকে এভারেস্ট দর্শন করলেন। কয়েক দশক বাদে এমনটা হল।”

Published on: মে ৫, ২০২০ @ ১৮:৩৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 + = 53