শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Main দেশ বাংলাদেশ
শেয়ার করুন

সংবাদদাতা- ইবতিসাম রহমান

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ২০:৪৯

এসপিটি নিউজ, ঢাকা, ৩১ ডিসেম্বরঃ দেশ-বিদেশ থেকে আসতে শুরু করেছে অভিনন্দন। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ভোটে জিতে নয়া ইতিহাস গড়ার কারিগর আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু ‘শেখ হাসিনাজি’কে ট্যুইট করে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার দুপুর ১টা নাগাদ এক ট্যুইট বার্তায় এই অভিনন্দন জানান।

সেখানে তিনি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় বার্তাটি লেখেন। তিনি বলেন, ‘Heartiest congratulations to Sheikh Hasina Ji on the victory in the Bangladesh General Election.’ ‘বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনাজিকে জানাই অভিনন্দন।’

এর আগে গতকাল রবিবার সারাদেশে ২৯৯টি আসনে দিনভর ভোট গ্রহণ হয়। সহিংসতার কারণে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। সেখানে আওয়ামী লীগ ২৫৮টি পায় আসনে বিজয়ী হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট পায় ৭টি আসন। প্রসঙ্গত, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।পুরনো ছবি

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ২০:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = 9