শুরু হল TTF KOLKATA 2019: ভারতে বিদেশি পর্যটক আগমনে ২০১৭ সালে শীর্ষস্থানে বাংলাদেশ

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

টিটিএফ কলকাতায় মোট ১৪টি দেশ এবং ২৫টি ভারতের অঙ্গ রাজ্য অংশ নিয়েছে।

2017 সালে ফরেন ট্যুরিস্ট অ্যারাইভালস-এ শীর্ষস্থান লাভ করেছে বাংলাদেশ। যেখানে তাদের পর্যটক সংখ্যা 21 লক্ষ 56 হাজার 557 জন।

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল

Published on: জুলা ১২, ২০১৯ @ ২০:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ১২জুলাই:  আজ শুক্রবার থেকে শুরু হয়ে গেল ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (টিটিএফ)। ভারতে সব চেয়ে বড় পর্যটনের মেলা। যা কলকাতায় এবার ৩০ বছরে পা দিল। কলকাতায় এই পর্যটন মেলা চলবে ১৪ই জুলাই পর্যন্ত। নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটন মেলার উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যেখানে মোট ৪৪০জন ভ্রমণ বিষয়ক প্রদর্শন করছে। যার মধ্যে পৃথক পৃথক ন্যাশনাল ট্যুরিজম বোর্ড যেমন আছে ঠিক তেমনই আছে রাজ্য পর্যটন দফতরও। এ বছর টিটিএফ কলকাতায় মোট ১৪টি দেশ এবং ২৫টি ভারতের অঙ্গ রাজ্য অংশ নিয়েছে।

সংবাদ মাধ্যমের অনুপস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন

তবে এত বড় একটা উৎসবের উদ্বোধন কিন্তু এদিন নিঃশব্দেই হয়ে গেল, বলা যেতে পারে করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। এদিন সাংবাদিকদের যে সময় দেওয়া হয়েছিল উদ্বোধনের জন্য সেই সময়ের অনেক আগেই সংবাদ মাধ্যমের অনুপস্থিতিতেই উদ্বোধনের কাজ সেরে ফেলা হয়। ফেয়ার ফেস্টের সিইও সঞ্জীব আগরওয়াল জানান, ‘পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটনের ডিরেক্টরের ব্যস্ততার কারণে উদ্বোধন আমাদের আগেই সকাল দশটার সময় করে ফেলতে হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন থাইল্যান্ড ট্যুরিজমের নিউ দিল্লির ডিরেক্টর ইসরা স্তপনাসেথ, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-মার্কেটিং ভিরাঙ্গা বান্দারা, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি, ফেয়ারফেস্ট মিডিয়া লিমিটেডের সিইও ও চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল প্রমুখ।

হাজির ১৪টি দেশ

সহযোগী দেশ হিসেবে ফেয়ারে অংশ নিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল।যদিও বিশেষ দেশ হিসেবে যোগ দিয়েছে থাইল্যান্ড এবং বাহরিন। অন্যান্য যেসমস্ত দেশ এবার টিটিএফ কলকাতায় যোগ দিয়েছে তারা হল ভুটান, চিন, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী। প্রদর্শনীতে ভারতীয় পর্যটন সঠিক দিশা দেখাবে।

বড় প্যাভিলয়ন পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের

ভারতীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় প্যাভিলয়ন দিয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ড। একই সঙ্গে বেসরকারি ট্যুর অপারেটরদের সহযোগিতায় ব্যাপক আকারে প্যাভিলয়ন দিয়েছে উড়িষ্যা, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। এছাড়াও তামিলনাড়ু, হিমাচল্প্রদেশ, আসাম, ঝারখণ্ড, লাক্ষাদীপ, ত্রিপুরা, নাগাল্যান্ড, জম্মু ও কাশ্মীর এবং কর্নাটক পর্যটন তাদের রাজ্যের প্যাভিলয়ন নিয়ে হাজির হয়েছে।

ফোরামে হাজির থাকবেন বাংলাদেশি বক্তারা

এই বছর প্রথম কলকাতা টিটিএফ-এ আয়োজিত হতে চলেছে টিটিএফ ফোরাম। যেখানে পূর্ব ভারতে ভ্রমণ এবং পর্যটনের সুযোগ নিয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হতে চলেছে। বিষয় হল- কিভাবে ভারতে বাংলাদেশি পর্যটকরা ইউরোপিয়ান পর্যটকদের সংখ্যাকে ছাড়িয়ে গেল। বিষয়টি নিয়ে বক্তব্য রাখবেন জার্নি প্লাসের চিফ এক্সিকিউটিভ মহম্মদ তৌফিক রহমান, মার্কেট এন-ট্রান্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ শাহফত উদ্দিন আহমেদ এবং রিভার এন্ড গ্রিন ট্যুরস-এর সিইও মহম্মদ মহিউদ্দিন হেলাল।

সেরা আকর্ষণ বাংলাদেশ

টিটিএফ কলকাতায় বিশেষ আকর্ষন হল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। যারা 2017 সালে ফরেন ট্যুরিস্ট অ্যারাইভালস-এ শীর্ষস্থান লাভ করেছে। যেখানে তাদের পর্যটক সংখ্যা 21 লক্ষ 56হাজার 557 জন। অন্যদিকে বাংলাদেশেও সবচেয়ে বেশি ভারত থেকে পর্যটক গিয়েছে। বাংলাদেশ এবার ব্যাপক আকারে টিটিএফ-এ হাজির হয়েছে।

ফেয়ারফেস্টের সিইও সঞ্জীব আগরওয়াল যা বললেন

ফেয়ারফেস্ট মিডিয়া লিমিটেডের সিইও ও চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল জানিয়েছেন-“টিটিএফ কলকাতা ভারতের সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম ভ্রমণ বাণিজ্য প্রদর্শনী, যা পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তর্মুখী এবং বহির্মুখী গুরুত্ব অনেকাংশে বাড়িয়েছে। এটি ভ্রমণ বাণিজ্যে এটি আজ পরিকল্পিতভাবেই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে। গত ২৯ বছর ধরে টিটিএফ সমানভাবে তার দায়িত্ব পালন করে আসছে-এজন্য আমরা সত্যিই গর্বিত।”

উদ্বোধনের ছবিটি ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী অনিল পাঞ্জাবির সৌজন্যে প্রাপ্ত।

Published on: জুলা ১২, ২০১৯ @ ২০:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 22 =