চার রাজ্য থেকে আগত বিমান যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৪, ২০২১ @ ২৩:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:  দেশের চার রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার সতর্কতাওমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই মতো তারা অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি লিখে অনুরোধ করেছে যে তারা যেন এ বিষয়ে ওই চার রাজ্য থেকে কলকাতায় আসা বিমান চাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করে। আর সেই সঙ্গে এই বিষয়ে সমস্ত এয়ারলাইন্সকে যেন অবগত করে।

আজ পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই বিষয়ে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস খারোলাকে এক চিঠি লিখে এই অনুরোধ করেছেন।

সেখানে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব লিখেছেন- মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানায় কোভিড মামলার ক্রমবর্ধমান প্রবণতার পরিপ্রেক্ষিতে এবং ২০২০ সালের ২৬ আগস্ট থেকে চলতে থাকা নিয়মানুসারে আপনাকে জানাই যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২৭ ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২টা থেকে উপরের চারটি রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আগত যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। তারা যেন বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা বাধ্যতামূলক করেন। আর ্তারা যেন কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে তা বহন করেন। এটি যেন সমস্ত এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানানো হল।

এই বিষয়ে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান (পূর্বাঞ্চল) অনিল পাঞ্জাবি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন- পরিস্থতির গুরুত্ব অনুধাবন করে পশ্চিমবঙ্গ সরকার সঠিক সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোভিড সংক্রমণ রোধ করা অনেকাংশে সম্ভব হবে।

Published on: ফেব্রু ২৪, ২০২১ @ ২৩:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 + = 80