শীতের মরশুমের জন্য আজ কেদারনাথ ও যমুনোত্রী ধামের দ্বারও বন্ধ হয়ে গেল

Main দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: নভে ৯, ২০১৮ @ ২৩:৩৮

এসপিটি নিউজ, দেরাদুন, ৯ অক্টোবরঃ উত্তরাখণ্ডে শীতকালের জন্য চারধামের দ্বার বন্ধ হওয়ার কাজ অব্যাহত। গতকাল বন্ধ হয়েছে গঙ্গোত্রী ধামের দ্বার। ভাইফোটার পুন্যলগ্নে কেদারনাথ ও যমুনোত্রী ধামের দ্বার বন্ধ করে দেওয়া হল।এখন কেদারনাথের দর্শন ভক্তরা উখীমঠে অবস্থিত পঞ্চ গহীস্থল ওঙ্কারেশ্বর মন্দির এবং যমুনাকে দর্শন উত্তরকাশি জেলার খরসালী গ্রামে করতে পারবেন। এও সঙ্গে উত্তরাখণ্ডে তিন ধামের দ্বার বন্ধ হয়ে গেল। বদ্রীনাথের দ্বার ২০ নভেম্বর বন্ধ হবে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের দ্বার বন্ধের প্রক্রিয়া শুরু হয় শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। সেই মতো কেদারনাথের প্রধান পুরোহিত গঙ্গাধর লিঙ্গকে শ্রদ্ধা জানাতে বেদ পাঠের সঙ্গে বিশেষ পুজা অর্চনার সঙ্গে মহাভিষেক করেন। গর্ভগৃহে পুজো এবং ভোগ নিবেদনের পর বাবা কেদারনাথের পঞ্চমুখী মূর্তি পালকিতে সাজিয়ে তোলা হয়।

মন্ত্রোচ্চারণ সহ মন্দির পরিক্রমার সঙ্গে অন্য আচার অনুষ্ঠান পালন করা হয়। সকালে সাড়ে আটটা নাগাদ মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়।এরপর সেনাদের ব্যান্ডের সঙ্গে বাবার মূর্তি রওনা হয়ে যায় ওঙ্কারেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রামপুরে আজ রাতে বিশ্রামের পর কাল ১০ নভেম্বর গুপ্তকাশি এবং ১১ নভেম্বর ওঙ্কারেশ্বরে পৌঁছবে।

অদিকে যমুনোত্রী ধামের দ্বার আজ দুপুর ১২টা ১৫মিনিট নাগাদ বন্ধ করা হয়। এরপর শনিদেবের আবাসস্থল মা যমুনার পালকি খরসালিতে পৌঁছয়।সেখানে গ্রামের মানুষ তাকে স্বাগত জানায়। পরে যমুনার উৎসব মূর্তি মন্দিরে স্থাপন করা হয়।

Published on: নভে ৯, ২০১৮ @ ২৩:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 89 = 96