শিলিগুড়িতে বিএসএফের আইজি বললেন-‘আমাদের কোন সমস্যা নেই

Main দেশ প্রতিরক্ষা রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৮, ২০২১ @ ২১:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ নভেম্বর:  কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জারি করা সীমান্ত এলাকায় বিএসএফ-এর এক্তিয়ার বাড়ানো নিয়ে রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে। বিজেপি আবার কেন্দ্রের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। তবে বিএসএফ গোটা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থানে অটল আছে।

শিলিগুড়িতে বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন- বিএসএফ-এর কোনো তদন্ত ক্ষমতা বা এফআইআর দায়ের করার ক্ষমতা নেই; পুলিশ তদন্ত এবং এফআইআরগুলি পরিচালনা করে। আমাদের কোন সমস্যা নেই কারণ আমরা এই বিজ্ঞপ্তির আগে এবং পরে পুলিশের সাথে যৌথ অভিযান করছি।

তিনি আরও জানান- ১১ অক্টোবর ভারত সরকার কর্তৃক জারি করা তিনটি বিজ্ঞপ্তি অনুসারে,  বিএসএফ-কে তিনটি আইনের অধীনে তার এখতিয়ারের এলাকা ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটারে উন্নীত করতে হবে – সিআরপিসি ১৯৭৩, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন, ১৯২০, এবং পাসপোর্ট আইন, ১৯৬৭।

আজ কলকাতায় বিএসএফ সদর কার্যালয়ে গিয়ে কর্তাদের সঙ্গে দেখা করেন বিধানভায় বিজেপি-র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলীয় বিধায়কদের একটি দল।

Published on: নভে ১৮, ২০২১ @ ২১:১৩


শেয়ার করুন