নাম না নিয়ে সন্ত্রাসবাদ বিষয়ে পাকিস্তানকে আক্রমন প্রধানমন্ত্রী মোদির, সরব হলেন আমেরিকার রাষ্ট্রপতিও

Main দেশ প্রবাস বিদেশ
শেয়ার করুন

  • টেক্সাসের হিউস্টন শহরের এনার্জি স্টেডিয়ামে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • পাকিস্তানের নাম না করে মোদি বলেন- যাদের কাজ অন্য দেশে অশান্তি ছড়ানো তারা তো নিজেদের দেশই সামলাতে পারে না। তারা সন্ত্রাসবাদকে মদত দেয়।

  • আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও একই সুরে নাম না করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন।

  • মোদি-ট্রাম্প হাত ধরাধরি করে গোটা স্টেডিয়াম প্রদক্ষিন করলেন।

Published on: সেপ্টে ২৩, ২০১৯ @ ০১:৩৭ 

এসপিটি নিউজ ডেস্ক:  আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের ভারতের মর্যাদা ও সম্মান বাড়িয়ে দিলেন। টেক্সাসের হিউস্টন শহরের এনার্জি স্টেডিয়ামে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বক্তৃতা দিলেন। যেখানে উন্নয়নের পাশপাশি সন্ত্রাসবাদ এনং অনুচ্ছেদ 370 বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। সামনে বসে থাকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়েই নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন।

অনুচ্ছেদ 370  নিয়ে যে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি

‘হাউডি মোদি’ অনুষ্ঠানে আসা ৫০ হাজার দর্শক প্রধানমন্ত্রীর মুখ এ কথা শোনার জন্য মুখিয়ে ছিলেন। একের পর এক ভারতের উন্নয়নের প্রসঙ্গ টেনে নানা কথা বলার পর তিনি এই প্রসঙ্গে আসেন। বলেন- জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ 370  বিলোপ। শুনেছেন তো। ভারতের সংবিধানে সারা দেশের মানুষ যে সুবিধা পেয়ে আসছে সেই সুবিধা থেকে দীর্ঘ 70 বছর ধরে বঞ্চিত ছিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষজন। রাজ্যসভায় আমরা এটা পাশ করাতে না পারলেও লোকসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গেই এই বিল পাশ করাতে সক্ষম হয়েছি। এরপরই মোদি দর্শকদের উদ্দেশ্যে বলেন- আপনারা আমাদের সাংসদদের সম্মানে একবার উঠে দাঁড়ান। এইসময় মোদিকে দেখা যায় তিনি দু’হাত তুলে হাততালি দিয়ে উৎসাহিত করছেন।

নিশানা পাকিস্তানের দিকেই

এরপর মোদি বলতে থাকেন- ‘ জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ 370  বিলোপ নিয়ে কেউ আবার জ্বলছে। নানাভাবে অশান্তি ছড়াচ্ছে। যাদের কাজ অন্য দেশে অশান্তি ছড়ানো তারা তো নিজেদের দেশই সামলাতে পারে না। তারা সন্ত্রাসবাদকে মদত দেয়। সন্ত্রাসবাদকে পালন করে। সমর্থন করে। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। আমি যার কথা বলছি তাদের শুধু আপনারাই নন গোটা দুনিয়া জানে। আমেরিকায় 9/11 হোক কিংবা মুম্বই-এ  26/11 হামলাই হোক তার উৎস কোথায় ছিল যারা অভিযুক্ত ছিল তারা কোথাকার ছিল তা সকলেই জানে। তাই আজ সময় এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভারত সন্ত্রাসবাদের মোকাবিলা করবে। সন্ত্রাসবাদকে নির্মূল করাই এখন আমাদের মূল লক্ষ্য হোক।

আমেরিকার রাষ্ট্রপতির মুখেও সন্ত্রাসবাদের নিন্দা

প্রধানমন্ত্রী মোদির আগে বক্তৃতা দেওয়ার সময় আমেরিকার রাষ্ট্রপতিও একই সুরে নাম না করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন-“বর্তমানে সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। এর বিরুদ্ধে আমাদের এক হতে হবে। সন্ত্রাসবাদকে যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এক জোট হতে হবে। এক্ষত্রে ভারতের প্রশংসা করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সভার শেষে দেখা যায় মোদি-ট্রাম্পকে হাত ধরাধরি করে গোটা স্টেডিয়াম প্রদক্ষিন করতে। এরপর দুই দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে ফটো সেশনও দিলেন। আমেরিকার মাটিতে এমন দৃশ্য এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ঘটেনি। যা নিয়ে উপস্থিত ভারতীয় দর্শকরা বেশ উচ্ছ্বসিত। অনেকেই এই দৃশ্যকে ঐতিহাসিক বলে সম্বোধিত করতে চাইলেন।

Published on: সেপ্টে ২৩, ২০১৯ @ ০১:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 68 = 73