পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৫, ২০১৮ @ ১৬:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ৫ অক্টোবরঃ দুর্গা পুজো কমিটিগুলিকে রাজ্য সরকার টাকা দেওয়ার সদ্ধান্ত নিয়েছিল। নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত এক সভায় দাঁড়িয়ে সেকথা ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই সিদ্ধন্তের বিরুদ্ধে এক জনস্বার্থের মামলার শুনানিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত শগিতাদেশ জারি করলেন।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ অক্টোবর। তার আগে কোনও ক্লাব কিংবা পুজো কমিটিকে এই টাকা দেওয়া যাবে না বলে এদিন আদালতে জানিয়ে দেন ভারপ্রাপ্ত প্রওয়ান বিচারপতি দেবাশিস করগুপ্ত। একই সনজ্ঞে এদিনি তিনি সরকারের আইঞ্জীবীর কাছে জানতে চান, জনসাধারণের টাকা ঠিক কি পরিপ্রেক্ষিতে খরচ হচ্ছে? গাইডলাইন ছাড়াই কি প্রতি পুজো কমিটি টাকা পাচ্ছে? চেক ভাল্ভ কি কিছু আছে? এই সমস্ত প্রশ্নের জবাব তিনি সরকারের আইনজীবীকে বলেন রাজ্য যেন হলফনামা জমা দিয়ে এসব প্রশ্নের জবাব দেয়।

সকারি ওই আইনজীবী জানান, ক্লাবগুলিকে দেওয়া এই টাকা সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য দেওয়া হচ্ছে।

Published on: অক্টো ৫, ২০১৮ @ ১৬:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 − 81 =