শহীদের বীরগাথা-বলিদানের স্মারক, উদ্বোধন হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৫, ২০১৯ @ ২১:১৭

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ২৫ ফেব্রুয়ারিঃ এতদিন শুধু  ইন্ডিয়া গেটের নীচেই জ্বলত অমর জ্যোতি। সেখানেই ছিল অমর জ্যোতি অমর জওয়ান স্মারক। বীর শহীদদের বীরগাথা ও তাদের বনিদানের কতাহ জানাওর সেরকম কোনও স্থান ছিল না। এতদিনে তা হল। ইন্ডিয়া গেটের সামনে ৪০ একর জায়গার উপর তৈরি হল ভারতের ঐতিহাসিক এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আজ ২৫শে ফেব্রুয়ারি যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ আমদের দেশের মানুষের দেশবাসীর কাছে এক গর্বের স্থান। আমাদের শ্রদ্ধার স্থান। আমাদের অনুভূতির স্থান। আমাদের বীর পুত্রদের সম্মান জানানোর স্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন এই ঐতিহাসিক স্থানের উদ্বোধন করে বলেন-” স্মারকের দাবি কয়েক দশক ধরে চলে আসছে। বিগত কয়েক দশকে দু’একবার প্রয়াস নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা করে উঠতে পারেনি। ” এরপর প্রধানমন্ত্রী বলেন-” আপনাদের আশীর্বাদে আমরা ২০১৪ সালে এই স্মারক তৈরি ক্রার প্রক্রিয়া আরম্ভ করি। আজ তা উদ্ঘাটন করা সম্ভব হল। এটি সঙ্কল্পের সঙ্গে সিদ্ধির এক স্মারক।” তাহলে জেনে নেওয়া যাক আমাদের জাতীয় যুদ্ধ স্মারক সম্পর্কে কিছু কথা।

স্বাধীনতার পর শহীদ জওয়ানদের স্মরণে ইন্ডিয়া গেটের পাশে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়।যা ৪০ একর জমির উপর তৈরি করা হয়েছে। জানা গেছে এই স্মারক গড়তে খরচ হয়েছে প্রায় ১৭৬ কোটি টাকা। এদিনের উদ্বোধনে প্রতিরক্ষা মন্ত্রী, সেনা, নেভি, এয়ার ফোর্সের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই স্মারকে ১৬টি দেওয়ালের উপর ২৫, ৯৪২জন শহীদের নাম, তাঁদের পদ ও রেজিমেন্টের নাম লেখা হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এই কাজ শুরু হয়। এই বছর ফেব্রুয়ারিতে তা রেকর্ড সময়ের মধ্যে উদ্বোধন হয়ে গেল।

এই স্মারকে চারটি চক্র করা হয়েছে। এগুলির নাম দেওয়া হয়েছে- অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র। প্রধান ভবনের পিছনে পরম যোদ্ধা স্থল করা হয়েছে। যেখানে কয়েকজন পুস্কার বিজেতাদের নাম রয়েছে।

১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধ, ১৯৬৫, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ, শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি বাহিনীর অপারেশন এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের শহীদদের এই স্মারকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে।

Published on: ফেব্রু ২৫, ২০১৯ @ ২১:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =