অস্কারে গৌরবান্বিত ভারতঃ PERIOD END OF SENTENCE জিতে নিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

Main দেশ বিদেশ বিনোদন
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৫, ২০১৯ @ ১১:৫১

এসপিটি নিউজ ডেস্কঃ ঋতুকাল নিয়ে এক তথ্যচিত্র বানিয়ে চলচ্চিত্র জগতের সেরা সম্মান অস্কার জিতে নিল ভারত। ১০ বছর পর ফের এক ভারতীয়র হাতে উঠল অস্কার। ছবির একজিকিউটিভ প্রডিউসার গুনীত মোঙ্গা গ্রহণ করেন এই সম্মান।এই তথ্যচিত্রটি ৯১তম অ্যাকাডেমি আওয়ার্ডস হিসেবে সেরা তথ্যচিত্রের সম্মান জিতে নেয়। এই তথ্যচিত্রটির প্রেক্ষাপট ও বিষয় হল ভারতীয়। তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে আজও কিভাবে আমাদের সমাজে গ্রামের মানুষদের মধ্যে ঋতুকাল নিয়ে লজ্জা আর ভয় রয়েছে। সেক্ষেত্রে মহামারীর মতো বিষয় নিয়ে মানুষের ভিতর এখনও সচেতনার অভাব আছে।

এই তথ্যচিত্রটি ২৫ মিনিটের। ছবির পরিচালক হলেন ইরানি-মার্কিনি চিত্রপরিচালক রায়কা জেটাবচি। এই তথ্যচিত্রের জন্য অস্কার জেতার পরই প্রোজক এক ট্যুইট করেন-“আমরা জিতে গেছি, এই পৃথিবীর সব মেয়েরাই জিতে গেছে, তোমরা সবাই দেবী, যদি স্বর্গে এই আওয়াজ পৌঁছয়।”

এই তথ্যচিত্রটি বানানীর পিছনে রয়েছে এক অদ্ভুত কাহিনি। জানা গেলে-এটি বানাওর জন্য ক্যালিফর্নিয়ার অকউড স্কুলের ১২জন ছাত্রী এবং ইংলিশ টিচার মেলিশা বর্টনের বড় ভূমিকা আছে। যা এই চবি বানাওর চেয়ে কম রোমঞ্চকর নয়।অকউড স্কুলের ছাত্রের একটি লেখা্য ভারতের গ্রামে পিরিয়ড অর্থাৎ ঋতুকাল নিয়ে লজ্জার বিষয়টি উঠে আসে। এরপর ছাত্ররা একটি NGO র সাথে যোগাযোগ করে। চাঁদা তোলে এবং গ্রামের মেয়েদের স্যানিটারি বানানোর মেশিন দান করে। এরপর সচেতন্তা বাড়াতে এই তথচিত্রটি তৈরি করা হয়।১০ বছর আগে স্লামডগ মিলিয়ানিরের জন্য সুরকার এআর রহমান এবং সাইন্ড ইঞ্জিনিয়র রেসুন পুকুট্টি জিতে নিয়েছিল অস্কার।এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক ভারতীয়র নাম। গুনীত মোঙ্গা।

ছবিটিতে কি দেখানো হয়েছে

তথ্যচিত্রটির শুরুতেই গ্রামের মেয়েদের কাছে ঋতুকাল নিয়ে জানতে চাওয়া হয়েছে। পিরিয়ড অর্থাৎ ঋতুকাল কি? এই প্রশ্ন শুনে গ্রামের সেইসব মেয়েরা লজ্জায় মুখ লুকিয়েছে। এরপর ফের তাদের কাছে আবারও একই প্রশ্ন করা হয়েছে। যা শুনে সেইসব মেয়েরাই তাদের মতো করে জবাব দিয়েছে। একজন বলে যে পিরিয়ড হল সেটাই যা স্কুলের ঘণ্টা বাজার পর হয়। অপর একজন বলেছে -এ তো এক রোগ যা মেয়েদের হয়ে থাকে।

এই গল্পে উত্তরপ্রদেশের হাপুড়ের স্নেহার এক গুরুত্বপূর্ণ রোল আছে। যে পুলিশের চাকরি করতে চায়।ৃতুকাল নিয়ে স্নেহার ভাবনা আলাদা। সে জানায়- যেমন দুর্গাকে দেবী মা বলা হয়, ফের মন্দিরে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয় তথ্যচিত্রটিতে ফলাই নামের এক সংস্থা এবনহ রিয়েল লাইফের প্যাডম্যান অরুণাচলম মুরঙ্গনাথ-এর ভূমিকাও দেখানো হয়েছে। তাঁর তৈরি স্যানিটারি মেশিন গ্রামে স্থাপন করা হয়।

Published on: ফেব্রু ২৫, ২০১৯ @ ১১:৫১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 6