রাস আল খাইমা: সংযুক্ত আরব আমিরশাহীর এই নয়া গন্তব্যে কেন যাবেন, জানালেন হেমন্ত মেদিরাত্তা

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২ আগস্ট: সংযুক্ত আরব আমিরশাহীর এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রাস আল খাইমা। ভারতীয় ভ্রমণপ্রেমীদের কাছে এই স্থান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যেদিন থেকে ওয়ান রেপ গ্লোবালকে রাস আল খাইমা পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের (RAKTDA) একচেটিয়া ভারতের প্রতিনিধিত্বকারী অংশীদার হিসাবে নিযুক্ত করেছে। সম্প্রতি কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)র এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ওয়ান রেপ গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা হেমন্ত মেদিরাত্তা।সেখানে সংবাদ প্রভাকর টাইমস-এর মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি শোনালেন দারুন কথা। জানালেন- এই মুহূর্তে বিশ্বে রাস আল খাইমা’র শীর্ষ পাঁচটি বাজারের তালিকায় উঠে এসেছে ভারত।যেখানে কলকাতার গ্রহণযোগ্যতা অনেকটাই। দুবাই-এর চেয়েও কম খরচ। মানুষ এখন আগ্রহ প্রকাশ করছে। তাই তো, রাস আল খাইমা পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ কলকাতায় অফিস খুলেছে।

ওয়ান রেপ গ্লোবাল আজ ইন্ডিয়ার টপ রিপ্রেজেন্টেশন কোম্পানি। যে লাক্সারি এবং আল্ট্রা লাক্সারি হোটেলকে রিপ্রেজেন্ট করে। একই সঙ্গে বাছাই করা ট্যুরিজম বোর্ডকে রিপ্রেজেন্ট করে। আমরা এখানে রাসেল খাইমাকে প্রমোট করতে এসেছি। বলেন হেমন্ত মেদিরাত্তা।

ভারত থেকে খুবই উৎসাহ দেখা যাচ্ছে

তিনি বলেন- রাসেল খাইমা সংযুক্ত আরব আমিরশাহীর প্রাকৃতিক সৌন্দর্‍্যে ভরপুর এক অসাধারণ পর্যটন কেন্দ্র। যেখানে ভারত থেকে খুবই উৎসাহ দেখা যাচ্ছে। প্রচার করার জন্য কলকাতা আমার খুবই প্রিয় শহর। এখানে রোড-শো করেছি। এখন টাফি-র সাথে একটি প্রেজেন্টেশন করছি। আমি মনে করি, রাসেল খাইমা যাওয়ার জন্য কলকাতা ও তার সংলগ্ন এলাকায় খুবই সম্ভাবনা আছে।

গত দু’বছর ভারত থেকে রাসেল আল খাইমায় ব্যবসা ক্রমেই বাড়ছে। ভারত এই মুহূর্তে রাসেল খাইমাহ-র টপ ফাইভ সোর্স মার্কেটের তালিকায় উঠে এসেছে।

ভিসা নিয়ে

দেখুন বহু দেশে ভিসা এখন ফ্রি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সরকার কাজ করছে। যাতে পর্যটকদের জন্য সুবিধা হয়। তবে ইউএই-র ভিসা নেওয়া খুবই সহজ। সরকার এ ব্যাপারে ইউএই-র ক্ষেত্রে নিয়ম সহজতর করছে। তাই এক্ষেত্রে দুবাই বলুন কিংবা রাস-আল-খাইমা’র ক্ষেত্রে ভারতীয় পর্যটক শীর্ষে আছে।

এক্ষেত্রে যা সহজ হয়েছে তা হল, ভারত থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টার পথ। দুই, ভিসা নেওয়া খুবই সহজ।

পর্যটনে ভারতের বর্ধিত বাজার

ভারত্তে ৭.৬৫% লোকের পাসপোর্ট আছে। এখন আমাদের কাছে ১৪০ কোটি লোক আছে। তাতে এই সংখ্যাটা ১০ কোটির আশপাশে আসে।সমীক্ষা বলছে, ২০২৪-২০২৫-এর মধ্যে ৫ কোটি লোক দেশের বাইরে ভ্রমণ করবে। এ্টা সত্যিই একটা অনন্য সুযোগ। বিশেষ করে বিশ্বে হোটেল এবং ট্যুরিজম বোর্ডের ক্ষেত্রে। তারা বর্ধিত ইন্ডিয়া ট্যরিজম মার্কেটকে ধরতে চাইছে।

রাসেল আল খাইমা-র বিশেষত্ব হল  

এটা এমন একটা জায়গা যেখানে পর্বত, মরুভূমি এবং সমুদ্র আছে। যেখানে এক সঙ্গে তিনটি আইটেম দেখার সুযোগ মিলবে।এক্ষেত্রে এটা একটা দারুন সুযোগ যেকোনও পর্যটকের কাছে। এমন অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। এক সঙ্গে দেখতে পারবেন, উপভোগও করতে পারবেন।

খরচ নিয়ে

যাতায়াতের টিকিট ছেড়ে যদি আমরা কথা বলি তাহলে – সেখানে বিভিন্ন ধরনের হোটেল আছে। যার মধ্যে টু-স্টার, থ্রি-স্টার, ফোর-স্টার, ফাইভ-স্টার হোটেল আছে। একটি পরিবারের জন্য মোটামুটি ভাল হোটেলে থাকার জন্য খরচ হবে ৩০০ দিরহাম। ভারতীয় মুদ্রায় যা ৬০০০ রুপি। বিচের মধ্যেই এই হোটেল মিলতে পারে।বলেন মেদিরাত্তা।

“আমরা ট্যুরিজম বোর্ড এই ব্যাপারে আগ্রহী মানুষদের সাহায্য করতে পারি। প্রতি হোটেলেরই নিজস্ব প্যাকেজ আছে। আমরা ট্রাভেল এজেন্টকে হেল্প করতে পারি, প্রমোট করার জন্য।”

কলকাতায় অফিস

“আমরা কলকাতায় এখন অফিস খুলে দিয়েছি। এখানে দায়িত্বে আছেন সব্যসাচী দে। আমরা এখন এখানে সমস্ত কাজ কর্ম করব। ব্যবসা যত বাড়বে ট্যরিজম বোর্ড ততবেশি বিনিয়োগ করবে।“ বলেন হেমন্ত মেদিরাত্তা।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)-র চেয়ারম্যান(পূর্ব) অনিল পাঞ্জাবি সংবাদ প্রভাকর টাইমস-কে জানিয়েছেন- “রাস আল খাইমা সংযুক্ত আরব আমিরশাহীর এক অসাধারণ জায়গা। ওয়ান রেপ গ্লোবাল এই গ্নতব্যের প্রচার শুরুর পর থেকে ভারতীয়দের মধ্যে দারুন উৎসাহ দেখ যাচ্ছে। এখন অনেকেই এই জায়গা সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে। যাওয়ার পরিকল্পনা করছে, এটা ভাল ইঙ্গিত।”


শেয়ার করুন