হরিদ্বারে যাওয়ার সময় দিহরিতে খাদে বাস পড়ে মৃত ১৪

দেশ
শেয়ার করুন

Published on: জুলা ১৯, ২০১৮ @ ১৮:০৯

এসপিটি নিউজ ডেস্কঃ উত্তরকাশি থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল উত্তরাখণ্ড পরিবহন নিগমের যাত্রীবাহী বাস। ঋষিকেশ-গঙ্গোত্রী রাজমার্গে সুল্যাধারের কাছে খাদে বাসটি গড়িয়ে পড়ে। মারা যায় ১৪জন । আহতের সংখ্যা ১৭।এই ঘটনায় শোক জ্ঞাপন করেছেন রাজ্যপাল কেকে পাল ও মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাবন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় মৃতদের পরিবারের লোকজনকে ২ লক্ষ টাকা করে আর আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এক সর্বভারতীয় হিন্দি দৈনিকের সূত্র অনুযায়ী, বাসটিতে মোট ৩১জন যাত্রী ছিল। আহতদের ৬জনকে হেলিকপ্টারে করে ঋষিকেশ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল দেরীতে পৌঁছনোয় তারা স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে। তার আগেই অবশ্য স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে।

জানা গেছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ। চালক আচমকা নিয়ন্ত্রণ হারাতেই বাসটি যাত্রী সমেত প্রায় ৩০০মিটার নীচে খাদে গড়িয়ে পড়ে। এই স্থানটি বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা হলেও কেন চালক আগে থেকে সতর্ক হলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের হেলিকপ্টারে করে ঋষিকেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাবন দুর্ঘটনাগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Published on: জুলা ১৯, ২০১৮ @ ১৮:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 − 41 =