লোকাল ট্রেন কেন চলছে না? মমতা জানালেন তার মূল কারণ

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১২, ২০২১ @ ২৩:৪২
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ আগস্ট:  লোকাল ট্রেন চলছে বেশ কয়েক মাস। তা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নবান্নে আজ সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে লোকাল ট্রেন কেন চলছে না? তার কারণ, ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত গ্রামে-গঞ্জে অধিকাংশ মানুষকে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত লোকাল ট্রেন চলবে না। তা না হলে তো কোভিড বাড়বে।যেহেতু সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার আশঙ্কা আছে তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে।কাজেই লোকাল ট্রেনে যারা আসতে পারছেন না আমি জানি, এজন্য তাদের ক্ষোভ আছে। কিন্তু আপনার জীবনের চেয়ে তো বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে।”

“আমরা একটা চেষ্টা করছি যে গ্রামে-গঞ্জে যাতে ভ্যাকসিনের পরিমাণ বাড়ানো যায়।আমি দেখেছি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান যেগুলি কলকাতার আশপাশে আছে যেখান থেকে মানুষ নিয়মিত কলকাতায় আসা-যাওয়া করেন সেখানে যাতে ভ্যাকসিন যাতে ৫০ শতাংশ করে দিতে পারি সেই চেষ্টা করছি। তাহলে আমি লোকাল ট্রেন চালু করে দেব, তাতে আমার কোনও সমস্যা নেই।”

“কিন্তু আমার সমস্যা একটা যে দূরবর্তী ট্রেন চলছে, প্লেন চলছে, মেট্রো চলছে। বাস, অটো চলছে। কিন্তু লোকাল ট্রেনের জন্য আমরা আরও কিছু দিন সময় নিচ্ছি। তার কারণ আমাকে তৃতীয় ঢেউ দেখে নিতে হবে। বিশেষজ্ঞ্ররা বলছেন যে তৃতীয় ঢেউ-এ বাচ্চারা আক্রান্ত হতে পারে। শিশুরা আমাদের ভবিষ্যৎ।  আমরা বললাম নিয়ম মেনে যান। কিন্তু দেখলাম নিয়ম মানা-তো দূরের কথা গাদাগাদি করে সবাই চলে গেল। অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তাই আরও ১৬ দিন এটা থাকবে।” জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন বেলা ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে। কাজেই ব্যবসা পত্র থেকে কারুরই কোনও অসুবিধা হবে না।

Published on: আগ ১২, ২০২১ @ ২৩:৪২


শেয়ার করুন