দুয়ারে সরকার শিবির বসছে ১৬ আগস্ট থেকে, ১৮টি প্রকল্পের মধ্যে থাকছে লক্ষ্মীর ভান্ডার- নবান্নে কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন

Main রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১২, ২০২১ @ ২২:৪৫
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ আগস্ট:  ফের দুয়ারে সরকার শিবির বসতে চলেছে রাজ্যে। আজ বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সেকথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকারের শিবির থেকে অভিজ্ঞতা নিয়ে ফের বসতে চলেছে এই উন্নয়নমূলক শিবির। যেখানে মানুষ তাদের সুবিধা অর্জন করবে।

দুয়ারে সরকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী নবান্নে এদিন বলেন- “ফেব্রুয়ারি ২০২০-২০২১ এ দুয়ারে সরকার-এ ৩২৮৩০টি ক্যাম্প হয়েছিল।২.৭৫ কোটি মানুষ এই ক্যাম্পে এসেছিলেন। ১.৭৭ কোটি আবেদনের মধ্যে ১.৫ কোটি আবেদন গ্রাহ্য হয়েছিল। অর্থাৎ ৯৯ শতাংশ লোকে কাজ পেয়েছে।৮৫ লক্ষ পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হয়েছে। ২২ লক্ষ কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। ১২.১২ লক্ষ নিউ জব কার্ড ১০০ দিনের লোকেরা পেয়েছিলেন। পাড়ায় সমাধানে ১০০ হাজার চাহিদা ছিল। তার মধ্যে সাড়ে সাত হাজার চাহিদা আমরা পূরণ করে দিয়েছিলাম।”

“বছরে আমরা দু’বার দুয়ারে সরকার করব বলেছিলাম।এবার তা ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর অবধি হবে।৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত যে কাগজগুলি আমরা পাব তা খতিয়ে দেখা হবে। এরপর ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হবে। এর জন্য ১৭ হাজার ১০৭টি ক্যাম্প ইতিমধ্যেই নির্ধারিত করা হয়েছে।আরও বাড়বে কারণ যেখানে জল আছে বন্যা কবলিত এলাকা সেখানে পরে করে দেব। যেহেতু সেখানে জলে ভেসে গেছে তারা হয়তো আসতে পারবে না তাদের জন্য আলাদা সময় করা হবে।”

কি কি প্রকল্প থাকছে এই দুয়ারে সরকার শিবিরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “প্রথমেই আপনাদের বলি- ১৮টি স্কিম এখান থেকে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে যদি কেউ নাম লেখাতে চান, কাস্ট সার্টিফিকেটে নাম লেখাতে চান, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী। এছাড়াও থাকছে লক্ষ্মীর ভান্ডার। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। কৃষক বন্ধু, ১০০ দিনের কাজ, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ল্যান্ড রেকর্ড কারেকশন এন্ড মিউটেশন, আধার রিলেটেড সার্ভিস যদি কেউ না করে থাকেন করে ফেলুন। ব্যাঙ্কিং রিলেটেড সার্ভিস- নতুন অ্যাকাউন্ট খোলা। এগুলো সবই হবে এই ক্যাম্পে। পাড়ায় সমাধান আবেদন জমা নেওয়া হবে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত।”

আপনি কি লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে চান- কি করতে হবে জেনে নিন

লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এবার তা বাস্তবায়ত হতে চলেছে। আর এই প্রকল্পে সুবিধা পেতে হলে কি কি করতে হবে তা সবিস্তারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • দুয়ারে সরকারে যিনি লক্ষীর ভান্ডারের প্রয়োজনে যাবেন তিনি লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে যাবেন।
  • সেখানে যিনি সরকারি আধিকারিক আছেন তিনি আপনাকে একটা ফর্ম দেবেন।
  • সেই ফর্মটায় একটা নির্দিষ্ট নম্বর থাকবে। তার কাছেও সেই নম্বরটা রেকর্ড করা থাকবে।
  • এই ফর্মের ডুপ্লিকেট করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না।
  • যাতে কেউ এটা মিসইউজ না করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটা পাওয়া যাবে।
  • ফর্মটা পেয়ে ওখানে পূরণ করে জমা দেবেন।
  • ফর্মের সাথে একটা ইউনিক নম্বর দেওয়া থাকবে।
  • সেটা সরকারের কাছেও থাকবে।
  • এটা আধার কার্ডের সঙ্গেও সংযুক্ত করে দেওয়া হবে।এই ইউনিক নম্বরটাই গৃহীত হবে।

একমাত্র লক্ষ্মীর ভান্ডার থেকে যে ফর্ম পাওয়া যাবে সেটাই গ্রহণ করা হবে। ১০৭০/২২১৪৩৫২৬ এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।এটি মুখ্যমন্ত্রীর অফিসের নম্বর। কোনও অভিযোগ থাকলে সরকার সেই মতো ব্যবস্থা নেবে।

Published on: আগ ১২, ২০২১ @ ২২:৪৫


শেয়ার করুন