লোকশিল্পীরা প্রকৃত অর্থে সংস্কৃতির দূতঃ হিংলাজ দান রত্নু

Main দেশ বিনোদন ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৩০, ২০২২ @ ২৩:৫৪

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ জুলাই: রবিবার ৩১ জুলাই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানী লোকশিল্পের অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে শনিবার কলকাতায় পৌঁছন রাজস্থানী লোকগানের প্রবর্তক লোকশিল্পী ফকিরে খান মাঙ্গানিয়ার বিরাসাত বালমার। শনিবার কলকাতায় রাজস্থান তথ্য কেন্দ্রে রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হিংলাজ দান রত্নু  স্বাগত জানান ।

হিংলাজ দন রত্নু ওই লোকশিল্পীকে স্বাগত জানিয়ে বলেন- লোকশিল্পীরা প্রকৃত অর্থে সাংস্কৃতিক দূত। তাদের থেকেই রাজস্থানের শিল্প-সংস্কৃতি প্রকাশ পায়। ফকিরে খান জি মাঙ্গানিয়ার ভদ্রেশ বালমার ও তাঁর সহযোগী শ্লপীরা ৩১ জুলাই কলকাতায় হরিয়ালি তীজ অনুষ্ঠানে লোকশিল্প পরিবেশন করবেন। হেরিটেজ মেট্রোপলিটন কলকাতার মারোয়ারি সমাজের মর্যাদাপূর্ণ সংগঠন আগ্রাবন্ধু এবং পশ্চিমবঙ্গ সিকিম প্রাদেশিক মারোয়ারি যুব মঞ্চ এবং রাজস্থান ফাউন্ডেশনএর তিনি এসেছেন।

প্রহ্লাদ রাই জি গোয়েঙ্কা জি কলকাতার বালিগঞ্জে ম্যান্ডেভিলা গার্ডেন-এ  এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন। মাড়োয়ারি সম্প্রদায় অনেক দিন ধরেই এই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে।

Published on: জুলা ৩০, ২০২২ @ ২৩:৫৪


শেয়ার করুন