রোটাং পাসে পারদ নেমেছে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস, সমানে চলছে তুষারপাত

Main আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

  • শনিবার ভোরেই মানালি থেকে লাহুলের উদ্দেশ্যে গাড়ি রওনা খয়ে গেলেও যেখানে পর্যটকরা রোটাং-এ থেকে গেছেন।
  • ১৫ অক্টোবর থেকে কেলং-সারচু সড়কে স্থাপিত চেক পোস্টটি উঠিয়ে নেওয়া হয়েছে।

Published on: অক্টো ১৯, ২০১৯ @ ২৩:২৮

এসপিটি নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশের লাহুল-স্পীতি এলাকার উপরের পাহাড়ি অংশের পাশপাশি রোটাং পাসে রাত থেকে বরফের টুকরো পড়তে শুরু করেছে, যার ফলে রোটাং-এ বরফের সাদা চাদরে মুড়ে গেছে। এখনও পর্যন্ত যানবাহন চলাচলের উপর তেমন প্রভাব না পড়লেও পরিস্থিতি এমন চলতে থাকলে গাড়ির গতি রুদ্ধ হয়ে যেতে পারে। শনিবার ভোরেই মানালি থেকে লাহুলের উদ্দেশ্যে গাড়ি রওনা খয়ে গেলেও যেখানে পর্যটকরা রোটাং-এ থেকে গেছেন। যাতে তারা রোটাং-এ বরফ পড়া দেখার সুযোগ উপভোগ করতে পারেন।রোটাং-এ তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস।

যেসব জায়গায় তুষারপাত শুরু হয়েছে

রোটাং পাসের সঙ্গে রাহনীনালা, মড়ির সঙ্গে ধুন্ধি জোত, পতালসু জোত, ইন্দ্র কিলা, লাদাখী পিক, সেভেন সিস্টার পিক, হনুমান টিব্বা, মকরবেদ এবং শিকরবেদের পাহাড় ভৃগু এবং দশহরের পাহাড় সহ সমস্ত ধৌলাধর পাহাড়ে বরফপাত শুরু হয়েছে। বারালাচা পাসের সাথে শিঙ্কুলা এবং কুঞ্জম জোতেও বরফ পড়তে শুরু করে দিয়েছে। গতকাল থেকেই এই বরফপাত শুরু হয়েছিল কিছুটা হালকাভাবে। যদিও আজ রাত পর্যন্ত মানালি-লেহ সহ মানালি-জান্সকর এবং মানালি-কাজা সড়কে যানবাহন চলাচল এখনও জারি রয়েছে।

তুষারপাতের পরও মানালি-লেহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

ডিসি লাহুল কেকে সরোচ এক সর্বভারতীয় হিন্দি দৈনিককে জানিয়েছেন- “১৫ অক্টোবর থেকে কেলং-সারচু সড়কে স্থাপিত চেক পোস্টটি উঠিয়ে নেওয়া হয়েছে। তিনি গাড়ির চালকদের কাছে আবেদন রেখেছেন যে আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানার পরই তারা যেন মানালি-লেহ সড়ক দিয়ে বারালাচা এবং শিকুঞ্জ পাস পার করেন। বর্ডার রোডস অর্গানাইজেশন কম্যান্ডার কর্ণেল ঊমা শঙ্কর জানিয়েছেন, পাহাড়ে তুষারপাত শুরু হয়ে গেছে।

Published on: অক্টো ১৯, ২০১৯ @ ২৩:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − = 81