রাধাকৃষ্ণের নয় এখানে রাস পূর্ণিমার রাতে হয় তন্ত্রমতে শক্তির আরাধনা, যেখানে পুজো হয় এইসব দেবতার

এসপিটি এক্সক্লুসিভ ধর্ম রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– জয়দীপ রায়

Published on: নভে ২৩, ২০১৮ @ ১৫:০৬

এসপিটি নিউজ নবদ্বীপ, ২৩ অক্টোবরঃ নবদ্বীপকে যতই বৈষ্ণবরা গুপ্ত বৃন্দাবন বলে আখ্যা দিন না কেন আজও এখানে হয় শক্তির আরাধনা। আর তা হয় এমন এক ক্ষনে যখন দেশজুড়ে পূর্ণিমার রাতে পালিত হয়ে থাকে রাস উৎসব। তন্ত্রমতে হয় শক্তির আরাধনা। সেখানে এক ধারে কালী, চণ্ডী, দুর্গা, শ্যামা, শিব, রাধাকৃষ্ণ, নারায়নের পরিচিত বিগ্রহের পাশাপাশি নজরে পড়ে শবশিবা, ভুবনেশ্বরী, গৌরাঙ্গিনী, কমলেকামিনী, গঙ্গা, গণেশজননী, হরগৈরী, হরিহর, কৃষ্ণমাতা মহিরাবন বধ, সতীর দেহত্যাগ, নৃসিংদেব, পার্থসারথি বা ভারতমাতার মূর্তি।

কার্তিক পূর্ণিমার রাতে নবদ্বীপে এমন রাস উৎসব দেখার জন্য বহু মানুষের জমায়েত হয়। অনেকেই এখানে এসে অবাক হয়ে যাবেন-তাদের মনে হবে এ আবার কি ধরনের রাস উৎসব! এ তো শুধু কালী, দুর্গা, জগদ্ধাত্রী মূর্তির ছড়াছড়ি। তবে কি শক্তির পুজো হচ্ছে? প্রশ্নের জবাব মিলবে কিছু সময় নব্দ্বীপে কাটালে। আপনি বুঝবেন যে এখানে এইসব শক্তির দেবীর আরাধনার মধ্য দিয়েই হয়ে থাকে এক অভিনব রতাস উৎসব। যা কিনা স্থানীয় মানুষের কাছে ‘শাক্তরাস’ নামে অধিক পরিচিত।

রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন শক্তির উপাসক। তিনি শক্তির আরাধনা করতেন। নদিয়া, অগ্রদ্বীপ, কুশদ্বীপ এবং উলা এই চারটি সমাজের তিনি ছিলেন সমাজপতি। তাই তাঁর সময়কালে শাক্ত ধর্মের প্রাস্রলাভ ঘটেছিল। তিন কখনোই বৈষ্ণব বিরোধী ছিলেন না। তবে চৈতন্যদেবের পুজো মঠমন্রিরে হবে এটা তিনি মেনে নিতে পারেননি। ১৭৫৩-৫৬ সালের মধ্যে এইসব এলাকায় তিনি জগদ্ধাত্রী, বারোদোলার পুজোর প্রচলন করেছিলেন। মনে করা হয়, সেইস্ময় থেকেই তিনি নব্দ্বীপে বৈষ্ণবদের রাস উৎসবের খোলনলচে বদলে দিয়েছিলেন। তখন থেকেই শুরু হয় নবদ্বীপে শাক্তরাস।

২২ নভেম্বর  থেকেই শুরু হয়ে গেছে নবদ্বীপের রাস উৎসব। হাজার  হাজার দর্শনার্থীর ঢল নামতে শুরু করেছে এখানে। প্রশাসনিক পরিসংখ্যানে বলা হয়েছে ২৩ ও ২৪ নভেম্বর লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হবে নদিয়ার ছোট্ট শহর নবদ্বীপে। এই বিপুল জনসমাগমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আঁটোসাটো পুলিশি ব্যবস্থা করেছে নদিয়া জেলা প্রশাসন।

সশস্ত্র পুলিশ বাহিনী ছাড়াও রয়েছে পর্যাপ্ত সিভিক ভলেনটিয়ার। এছাড়াও গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলে নবদ্বীপ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাস উৎসবে সামিল হতে শুধু রাজ্যই নয়, রাজ্যের বাইরে থেকে বহু মানুষ এই উৎসবে আসা শুরু করেছে।

Published on: নভে ২৩, ২০১৮ @ ১৫:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 7