‘সোনারকেল্লা’র পর ‘একেনবাবু’ জয়শলমীরকে বাংলার পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে- হিংলাজ দন রত্নু

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২১, ২০২৩ @ ১২:৫৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২১ মে: চলচ্চিত্র নির্মাতাদের কাছে জয়শলমীর বরাবরই পছন্দের স্থান। সেই সোনারকেল্লা থেকে শুরু করে সাম্প্রতিককালে একেনবাবু ওয়েবসিরিজেও তার ব্যতিক্রম ঘটেনি। এবার সেখানে ‘দ্য একেন- রুদ্ধ্বশ্বাস রাজস্থান’ ফিল্ম-এর শ্যুটিং হয়েছে। ফিল্মের পরিচালক জয়দীপ মুখার্জি সম্প্রতি কলকাতায় রাজস্থান অফিসে গিয়ে সৌজ্যন্য সাক্ষাৎ করেছেন রাজস্থান সরকারের তথ্য জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নুর সঙ্গে। তিনি জানিয়েছেন- সোনারকেল্লার পর একেনবাবু জয়শলমীরকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

হিংলাজ দন রত্নু ধন্যবাদ জানালেন জয়দীপ মুখার্জিকে

সম্প্রতি এসপিটি-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হিংলাজ দন রত্নু বলেছেন- “একেনবাবু ওয়েবসিরিজ খুবই জনপ্রিয় হয়েছে। এবার রাজস্থানে একেনবাবু ফিল্মের শ্যুটিং হয়েছে। বেছে নেওয়া হয়েছিল জয়শলমীর। খুব সুন্দর কাজ হয়েছে। ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’এর শ্যুটিং হয়েছে জয়শলমীরে। আমি মনে করি, সোনার কেল্লার পর এত আকর্ষিত ফিল্ম যে এসেছে এজন্য আমি ওই ফিল্মের পরিচালক জয়দীপ মুখার্জির কাছ্বে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই।”

“আমাদের কাছে পরম আনন্দের যে জয়দীপদা স্বয়ং কলকাতায় রাজস্থান অফিসে এসেছিলেন। জয়দীপদার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে সোনারকেল্লা ফিল্ম এবং অবশ্যই সত্যজিৎ রায়-এর থেকেই প্রেরণা পেয়েছেন।খুবই ভালো ফিল্ম বানিয়েছেন। এই মুভি দেখার পর কিছু মানুষ জয়শলমীর যাওয়ার আগ্রহ দেখাবে।পর্যটকদের কাছে আরও জপ্রিয় হয়ে উঠবে জয়শলমীর।” যোগ করেন হিংলাজ দন রত্নু।

জয়শলমীরে শ্যুটিং হওয়া কয়েকটি ফিল্ম

ফিল্ম নির্মাতাদের কাছে জয়শলমীর খুবই পছন্দের জায়গা। অনেকেই চায় ওখানে গিয়ে ফিল্মের শ্যুটিং করতে। এই প্রসঙ্গে হিংলাজ দন রত্নু বলেন- জয়শলমীর এমনই একটি জায়গা যেখানে বহু ফিল্ম তৈরি হয়েছে।পুরনো ফিল্মের মধ্যে রয়েছে- ‘রেশমা অর শেরা’, ‘লমহে’, ‘রুদালি’, ‘সরফরোজ’, ‘ঝাঝারিয়া’, ‘কৃষ্ণা’, ‘মেলা’, ‘শক্তি’, ‘কচ্চেদাগে’, ‘বর্ডার’, ‘রোড’ এমন অনেক অনেক ফিল্ম তৈরি হয়েছে। ১০টি ফিল্মের শ্যুটিং-এ আমি উপস্থিত ছিলাম।”

এম এফ হোসেনও করেছিলেন শ্যুটিং

এম এফ হোসেন সাহেব এক ফিল্মের শ্যুটিং করেছিলেন। আমার ওনাকে সেবা করার সুযোগ হয়েছিল। টাব্বুকে নিয়ে উনি ফিল্ম তৈরি করেছিলেন। মরুভূমিতে ওনার দীর্ঘ প্রভাব ছিল। ওই ফিল্মের নাম ছিল ‘মীনাক্ষি’। যদিও ফিল্মটি ফ্লপ হয়ে ছিল। ফিল্মের শ্যুটিং শুধুমাত্র তিন জায়গায় হয়েছিল- চেকশ্লোভাকিয়ার প্রাগ, বেনারস ও জয়শলমীর। খুবই প্রয়াস করেছিলেন।”

রাজস্থানে ফিল্ম শ্যুটিং-এর নিয়ম-কানুন

রাজস্থানে গিয়ে ফিল্ম এর শ্যুটিং করতে চায় যারা তাদের বিষয়ে রাজস্থান সরকারের কলকাতার তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু বলেন- যারা রাজস্থানে ফিল্ম বানাতে চায় তাদের আগে রাজস্থান সরকারের স্বরাষ্ট্র দফতরের থেকে প্রথমে অনুমতি নিতে হবে। সেই সঙ্গে একটি সামান্য অর্থ ফিজ হিসাবে সরকারকে দিতে হয়। সরকারের লক্ষ্যই হল যত তাড়াতাড়ি সম্ভব অনুমতি দিয়ে দেওয়া। আমাদের রাজস্থান যে কোনও ক্ষেত্রেই এগিয়ে চলুক, এটাই চায় রাজস্থান সরকার।

Published on: মে ২১, ২০২৩ @ ১২:৫৬


শেয়ার করুন