ডায়মন্ড হারবারে নাড্ডা পড়েছে গাড্ডায়, আমি কী করতে পারি-আরামবাগের বললেন অভিষেক

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১০, ২০২০ @ ১৯:৪৩

এসপিটি নিউজ: ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডার কনভয়ে হামলায় ঘটনায় শোরগোল পড়ে গেছে। তবে যেখানে তিনি সভা করতে গেছিলেন সেই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ছিলেন আরামবাগে। সেখানে সভা করতে গিয়ে তিনি এই ঘটনার প্রতিক্রিয়া অত্যন্ত হালকা মেজাজে দিয়েছেন। বলেছেন- ডায়মন্ড হারবারে আজ সভা করতে গিয়ে নাড্ডা পড়েছেন গাড্ডায়। সাধারণ মানুষের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়! এর জন্য আমি কী করতে পারি!

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাড্ডার বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ ব্যাখ্যা করেন। বলেন- জিএসটি, নোটবন্দি করে মানুষের জীবনে অন্ধকার এনেছেন আপনারা। লকডাউনের সময় একদিনের জন্য মানুষের খোঁজ নেননি। মানুষের পাশে একমাত্র কেউ যদি দাঁড়িয়ে থাকেন তবে তিনি কালীঘাটের টালির ছাদের তলায় থাকা সেই মহিলা।’ এখানেই না থেমে অভিষেক বলেন- মানুষকে হিসেব দিতে হবে না। তারা জানে কে আসল বন্ধু। সিপিএম-কংগ্রেস-বিজেপি সব এক। এদের ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো।

তৃণমূল কংগ্রেস সাংসদ নাড্ডাকে নিয়ে এমন কথা বললেও রাজ্য পুলিশ কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে- নাড্ডার কনভয়ে কিছুই হয়নি। পরিস্থিতি শান্তিপূর্ণ। প্রত্যেকেই নিরাপদে আছেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতি জানিয়েছেন- কেন্দ্র সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।

Published on: ডিসে ১০, ২০২০ @ ১৯:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

55 + = 57