প্রতিপক্ষ দিলীপ ঘোষকে মানস ভুঁইয়া দিলেন এবার মোক্ষম জবাব

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

মানস ভুঁইয়া বললেন-বিজেপির হাতে মানুষ , মানবতা কোনোটাই সুরক্ষিত নয়।  বিপন্ন গনত্রন্ত্র , রাষ্ট্রবাদ , সংবিধান।”

“যারা আচ্ছে দিনের সুফল দিতে পারে না , সেই দলের রাজ্য সভাপতি কিশোর ,যুবক, তরুণদের হাতে অস্ত্র তুলে নিতে প্রছন্ন মদত দিচ্ছেন | এটা ভাবা যায় ?

“মমতা দেশ রক্ষার কথা বলেন সকলকে নিয়ে চলার কথা বলেন আর মোদী দেশ ভাঙার কথা বলেন রামের সঙ্গে রহিমের  বিভেদের কথা বলেন ।”

 

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ২১:০২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৪ এপ্রিলঃ এতদিন ছিলেন চুপ করে। এক নাগাড়ে প্রতিপক্ষ দিলীপ ঘোষের সব রকমের টিকা-টিপ্পনি সহ্য করে গেছেন।একটি কথাও এতদিন বলেননি। এবার তিনি মুখ খুললেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুঁইয়া। দিলীপ ঘোষকে যেমন আমলই দিলেন না ঠিক তেমনই মোদি-মমতার তুলনা টেনে বুঝিয়ে দিলেন মানুষের পাশে থাকে মানুষের কথা বলেন শুধু তাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেশের সুরক্ষা মোদির হাতে একেবারেই নয়- তোপ মানসের।

আর কি বললেন শুনবেন?

1) এদিন খড়্গপুরের গোপালীতে কর্মীসভায় আওয়াজ তুললেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুঁইয়া – বললেন, ” বিজেপির হাতে মানুষ , মানবতা কোনোটাই সুরক্ষিত নয়।  বিপন্ন গনত্রন্ত্র , রাষ্ট্রবাদ , সংবিধান। বিজেপির হাতে দেশ , সেনাবাহিনী , মহাকাশ থেকে ধর্ম কোনোটাই সুরক্ষিত নয়।  তাই এই বিজেপি আর নয় ।”

2) দেশ চালানো আগ্রাসী বিজেপিকে পদ্ম ফুলের চাষি আখ্যা দিয়ে অভিযোগ করেন , ” যে দল কোনোদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি , যে দল কোনো দিন রাম আর রহিমকে এক আসনে বসতে দেয়নি , যে দল দেশের অর্থনীতি , কৃষি ব্যবস্থা , সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে সেই দল বাংলায় রামের নামে ভোট চায় কি করে ?    শাসন বাড়ানোর স্বপ্ন দেখেই বা কি করে ?”

দিলীপ ঘোষকে কটাক্ষ মানসের

3) তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়া বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তাঁর তীক্ষ্ণ শ্লেষ-“যে দল ৫ বছর ধরে বেকারের হাতে কাজ দিতে পারে না , আচ্ছে দিনের সুফল দিতে পারে না , সেই দলের রাজ্য সভাপতি কিশোর ,যুবক , তরুণদের হাতে অস্ত্র তুলে নিতে প্রছন্ন মদত দিচ্ছেন | এটা ভাবা যায় ? ”

4) ধর্মকে রাজনীতির মোড়কে এনে দিলীপ ঘোষ ভোট বৈতরণী পার হতে চাইছেন জানিয়ে বলেন , ” যতই উনি অস্ত্রের ঝঙ্কার দেখান , যতই উনি হুঙ্কার দিন , ইভিএমে বোতাম টেপার আগে যুবক , তরুণদের মনে পড়বেই এই বিজেপি তাঁদের জন্য কিছুই করেনি । ধর্মের শুড়শুড়ি আর যুদ্ধের জিগির তুলে ধরেছে। বাংলার রাজনীতিতে এসব অচল। অন্য রাজ্যেও আর চলেছে না। ”

মোদি-মমতার তুলনা টেনে যা বললেন মানস

5) মোদী ও মমমতার তুলনা টেনে বলেন , ” মমতা দেশ রক্ষার কথা বলেন । সকলকে নিয়ে চলার কথা বলেন । ধর্মনিরপেক্ষতার  কথা বলেন । আর মোদী দেশ ভাঙার কথা বলেন । রামের সঙ্গে রহিমের  বিভেদের কথা বলেন । নিজের মতের লোককে নিয়ে চলার কথা বলেন । ”

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ২১:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2