রাজ্যে ১৬ তারিখ থেকে খুলছে স্কুল, রবিবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন

Main ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: অক্টো ২৯, ২০২১ @ ২৩:৪২
Repoter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ অক্টোবর: দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে। আজ নবান্ন থেকে প্রকাশিত এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে আগামী ১৬ তারিখ থেকে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। একই সঙ্গে বলা হয়েছে যে ৫০ শতাংশ আসনে যাত্রীদের বসার ব্যবস্থা করে লোকাল ট্রেন চালু করা যাবে। সেই মতো আগামী ৩১ অক্টোবর রবিবার থেকেই চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন।

সরকারি নির্দেশিকায় যা বলা হয়েছে

  • আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। কোভিড বিধি মেনেই এগুলি খুলে দেওয়া হচ্ছে। রাজ্যে শিক্ষা দফতর ও উ চ শিক্ষা দফতর থেকে জারি করা সাধারণ নিয়মাবলী মেনেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে।
  • লোকাল ট্রেন চালু করা হচ্ছে আগামী ৩১ নভেম্বর থেকে। তবে সেখানে ৫০ শতাংশ যাত্রীদের বসার ব্যবস্থা রেখেই তা চালু করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
  • সমস্ত সরকারি অফিস যেখানে জরুরী নয় এবং যা নিত্যপ্রয়োজনীয় নয় সেখানে ৫০ শতাংশ লোক নিয়েই কাজ চালাতে হবে। আর যা জরুরী ভিত্তিক পরিষেবা প্রদান করে সেখানে ১০০ শতাংশ লোক নিয়েই কাজ করা যাবে।
  • সাধারণ সময় অনুযায়ী সিনেমা হল, থিয়েটার হল, সদন, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্টুরেন্টস, স্পা এবং জিম ৭০ শতাংশ লোক নিয়ে কাজ করা যাবে, তবে রাত ১১টা পর্যন্ত কখনোই নয়।
  • কোচিং সেন্টার যা কিনা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য তা ৭০ শতাংশ পড়ুয়াদের নিয়ে চালানো যেতে পারে।
  • যে কোন ও হলে কিংবা অনুষ্ঠান কক্ষে ৭০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে ফিল্ম এবং টিভি প্রোগ্রাম করা যেতে পারে । এমনকী আউটডোর শ্যুটিংও করা যেতে পারে ৭০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে।

কালী পুজো এবং ছট পুজোয় ছাড়

রাতের কার্ফু যা কিনা রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলে তা কালী পুজো এবং দীপাবলীর জন্য ২-৫ নভেম্বর এবং ছট পুজোর জন্য আগামী ১০-১১ নভেম্বর ছাড় দেওয়া হয়েছে।

Published on: অক্টো ২৯, ২০২১ @ ২৩:৪২


শেয়ার করুন