রাজ্যে আসা সমস্ত উড়ানের উপর থেকে উঠে গেল নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত কার্যকর ১৫ ফেব্রুয়ারি থেকে

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: ফেব্রু ১৪, ২০২২ @ ২১:৫৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:   কোভিড মহামারীর কারণে দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বিমানবন্দরগুলিতে বিমান অবতরণে আর কোনও বাধা রইল না। আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি দিয়ে রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেখানে তারা বলেছে রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় এখানকার বিমানবন্দরগুলিতে আসা উড়ান নামার ক্ষেত্রে আর কোনও নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। আন্তর্জাতিক বিমান নামতেও আরও কোনও বাধা থাকছে না। এই নিয়ম আগামিকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

রাজ্যের চিঠি

আজ সোমবার রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত সচিব বি পি গোপালিকা কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব রাজীব বনশলকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে আগত উড়ানের উপর নিষেধাজ্ঞাগুলি পর্যালোচনা করে উন্নত কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল উড়ানের বিষয়েই নেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রককে রাজ্য অনুরোধ জানিয়ে বলেছে যে তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত এয়ারলাইনগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

রাজ্য যে সিদ্ধান্ত নিয়েছে

সিদ্ধান্ত হয়েছে যে এখন দেশের যেকোনো স্থান থেকে আসা ডোমেস্টিক উড়ানগুলিতে কোনও বিধিনিষেধ থাকবে না তবে শর্ত সাপেক্ষে যে যাত্রীদের সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে বা উড়ান ছাড়ার সময় থেকে 72 ঘণ্টার মধ্যে RT-PCR পরীক্ষা করা হয়েছে তা উল্লেখ থাকতে হবে৷পাশাপাশি, পশ্চিমবঙ্গে সমস্ত আগত আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও একই শর্ত রাখা হয়েছে। অর্থাৎ সেখানেও বলা হয়েছে যে যাত্রীদের হয় সম্পূর্ণ টিকা দেওয়ার শংসাপত্র রাখতে হবে নতুবা উড়ান ছাড়ার সময় থেকে 72 ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছে তার প্রমাণপত্র দেখাতে হবে।একই সঙ্গে অন্যান্য নির্দেশিকা সময় অনুযায়ী আপডেট থাকবে এবং তা অনুসরণ করতে হবে।এই নিয়ম আগামিকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি, 2022 থেকে কার্যকর হবে৷

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি স্বাগত জানালেন রাজ্যের সিদ্ধান্তকে

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকও 82টি দেশের মানুষকে এদেশে ভ্রমণের অনুমতি দিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও খুলতে শুরু করেছে। পর্যটন দুনিয়াও ধীরে ধীরে খুলে যাচ্ছে। কোভিড মহামারীর কারণে কলকাতা বিমানবন্দরে দেশের ছ’টি বিমানবন্দর থেকে আসা উড়ানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। এরপর ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞা শিথিল হলেও পুরোপুরি উঠে যায়নি। এর ফলে একদিকে যাত্রী যেমন ছিল পাশাপাশি ট্রাভেল এজেন্টরাও সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। রাজ্যের এই সিদ্ধান্তকে তিনি এদিন স্বাগত জানিয়ে বলেন – “যেভাবে কোভিড পরিস্থিতির মোকাবেলা করেছে সরকার তা খুবই প্রশংসনীয়। রাজ্যের এই প্রয়াসের ফলেই আজ পশ্চিমবঙ্গের তিনটি বিমানবন্দর দমদম, বাগডোগরা এবং দুর্গাপুর বিমানবন্দরে আসা ডোমেস্টিক উড়ানের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। একই সঙ্গে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরেও আন্তর্জাতিক উড়ান অবতরণে আর কোনও বাধা থাকল না। এতে ভ্রমণ এবং পর্যটন শিল্পের ক্ষেত্র আবারও সচল হবে বলে আশা করা যায়।”

Published on: ফেব্রু ১৪, ২০২২ @ ২১:৫৭


শেয়ার করুন