মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১১, ২০২০ @ ১৭:৫০

এসপিটি নিউজ:  রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।আগামী ১৪ ডিসেম্বর রাজ্য প্রশাসনের এই দুই শীর্ষ কর্তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডেকে পাঠানোর বিষয়টি নবান্ন নিশ্চিত করলেও, ঠিক কি বিষয়ে তাদের ডাকা হয়েছে সেই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে মনে করা হচ্ছে, গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডার কনভয়ে হামলা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতেই তাদের ডাকা হয়েছে।

শুক্রবার সকালে বিজেপি সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বিষয়টি প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন। ট্যুইট করে তিনি লেখেন, ‘গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের ডিজিপিকে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে, ওঁর জঙ্গলরাজে লাগাম টানার জন্য দেশে সংবিধান এবং অসংখ্য আইন রয়েছে’।

ঘটনা বিশেষ মাত্রা পেয়ে যায় তখনই যখন জে পি নাড্ডার কভয় আক্রান্ত হয়। এক-দু’জন নয় একাধিক নেতার গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির পশ্চিমবঙ্গের অবজার্ভার কৈলাস বিজয়বর্গীয়ের গাড়ি শুধু ভাঙচুর হয়নি তিনি নিজেও আক্রান্ত হন। হাতে চোট পান। এতসবের পরেও রাজ্য পুলিশ ট্যুইট করে লেখে- যে পি নাড্ডা নিরাপদেই সভাস্থলে পৌঁছেছেন। কারও কিছুই হয়নি। পরিস্থিতি শান্তিপূর্ণ।এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী লেখেন- কেন্দ্র এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা শুরু করেছে।

এরপরেই জে পি নাড্ডা সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দেন তাঁরা বিষয়টি এত সহজে ছেড়ে দেবেন না। রাজ্য পুলিশের উপর তাদের বিন্দুমাত্র আস্থা যে নেই সেটাও তারা বুঝিয়ে দেন। সেই সময় তিনি জানিয়ে দেন- তারা গণতান্ত্রিকভাবেই এই লড়াই চালিয়ে যাবেন। প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তার পর রাতেই দিল্লি থেকে নবান্নের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, নাড্ডার কনভয়ে হামলার জবাব দিতে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর খোদ অমিত শাহ দু’দিনের বাংলা সফরে আসছেন।

বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে সক্রিয় হন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যসচিব এবং ডিজিকে রাজভবনে ডেকে পাঠান তিনি। কিন্তু তাঁদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হয়ে এরপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা দেন। সংবাদমাধ্যমে রাজ্যপাল জানান, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন তিনি। তার পরই এ দিন মুখ্যসচিব এবং ডিজিকে দিল্লিতে তলব করে স্বরাষ্ট্র মন্ত্রক।

Published on: ডিসে ১১, ২০২০ @ ১৭:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 − 86 =