রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১, ২০২১ @ ১৭:৩৩

এসপিটি নিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য-রাজনীতির পারদ চড়ছে। দু’দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুরক্ষিত করতে জেড ক্যাটাগরির নিররাপত্তা বহাল করল।এর আগে রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে।

রাজীবের উপর যাতে কোনও রকম আক্রমন না আসে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সজাগ। তাই দেরী না করেই আজ থেকে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-কে নির্দেশ দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় তারা যেন বহাল থাকে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাজ্যের মধ্যে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের বাইরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষ উদ্যোগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লি ডেকে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। তারপরই রাজীব বিজেপিতে যোগ দেন। রাজীব নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন যে রাজীব তাঁর কাছে বিশেষ। তাই তাঁর জন্য স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিলেন। এরপরই গতকাল ডুমুরজোলায় বিজেপির জনসভায় তৃণমূলের হাওড়া জেলার একাধিক নেতা যোগ দেন। আর আজই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল।

এর আগে শুভেন্দুকেও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জেড প্লাস ক্যটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপির সর্বাভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে আক্রমণ হয়। সেদিন বিজেপি-র সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও আক্রমণ করা হয়েছিল। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর নিরপাত্তা বাড়িয়ে জেড প্লাস ক্যাটাগরি করে দেয়। এরই মধ্যে তৃণমূল ছেড়ে আসা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে তাঁকেও জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। এক রিপোর্ট অনুযায়ী, শুভেন্দুর উপর বিপদের সম্ভাবনা দেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Published on: ফেব্রু ১, ২০২১ @ ১৭:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + = 22