ইরানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে ভারত

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২৯, ২০২২ @ ১৯:০৩

এসপিটি নিউজ: বুধবার ইরানের শিরাজে শাহ-ই-চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় ১৫জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। আজ ভারতীয় বিদেশ মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা প্রকাশ করেছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে-“ইরানের শিরাজে শাহ-ই-চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আমরা নিহতদের পরিবার এবং ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।

এই জঘন্য হামলা আরেকটি অনুস্মারক যে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় এবং সমালোচনামূলক হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সময়ের প্রয়োজন হচ্ছে বিশ্বের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া এবং সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে লড়াই করা।

ইতিমধ্যে বুধবার ইরানের শিরাজ শহরের একটি মাজারে হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস।শিরাজের শাহ-ই-চেরাঘ মাজারে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। হামলাকারীকে গ্রেফতারও করা হয়েছে বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে।

Published on: অক্টো ২৯, ২০২২ @ ১৯:০৩


শেয়ার করুন