রবীন্দ্র জয়ন্তীতে একাধিক অনুষ্ঠানে অংশ নিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

Main রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৯, ২০২২ @ ২১:৫২

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মে:  আজ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে সারা রাজ্যেই হয়েছে নানা অনুষ্ঠান। তবে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদিন সকাল থেকেই নিজের বিধানসভা কেন্দ্র তথা মধ্যমগ্রাম পুর এলাকায় একাধিক অনুষ্ঠানে হাজির থেকে মানুষকে ভরসা জুগিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধানের দায়িত্ব সফলভাবে সামলেছেন। আজ মন্ত্রী হয়েও কিন্তু তিনি এলাকার মানুষের পাশে একইভাবে রয়েছেন। আজ রবীন্দ্রজয়ন্তীতে এলাকাবাসী আবারও তার প্রমাণ পেলেন।

প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি কাটিয়ে সোমবার সকালেই হাজির হন তাঁর নিজের এলাকা মাইকেল নগর ২৮ নম্বর ওয়ার্ডে। সেখানে ওয়ার্ড কমিটির উদ্যোগে পালিত হয় কবিগুরুর ১৬১তম জন্মজয়ন্তী উৎসব। এই উপলক্ষ্যে সেখানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন ও অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির হয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এলাকার উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের তাৎপর্য ব্যাখ্যা করেন।

এদিন অন্যনায় আরও অনেক অনুষ্ঠানের পাশাপাশি মধ্যমগ্রাম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে মন্ত্রীকে সম্বর্ধনাও জানানো হয়। এই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর সঙ্গে উপ্সথিত ছিলেন মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ, স্থানীয় পুরপিতা সুকুমার মন্ডল সহ অন্যান্যরা।

Published on: মে ৯, ২০২২ @ ২১:৫২


শেয়ার করুন