ঘূর্ণিঝড় ‘অশনি’ দিক পরিবর্তন করার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টি

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৯, ২০২২ @ ১৭:৩৭

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মে: গতকাল থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। কিন্তু এখন আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ ১০ মে রাতে উত্তর-উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপাসাগরে ওড়িশা উপকূলে অবস্থান করার প্রবল সম্ভাবনা আছে। তবে ৯-১৩ মে পর্যন্ত গাঙ্গেয়-পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

ঘূর্ণিঝড় অশনি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বঙ্গোসাগরে অবস্থান করছে। গত ছ’ঘণ্টায় এটি ঘণ্টায় ১৬কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ আড়াইটে নাগাদ নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৯২০ কিমি উত্তরপশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৮৬০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৪১০ কিমি দক্ষিণ পূর্বে এবং পুরী থেকে ৫৯০ কিমি দক্ষিণে অবস্থান করছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে ১০ মে রাত পর্যন্ত অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বংগোপাসাগরে অবস্থান করবে। তারপর এটির উত্তর-উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থান করার প্রবল সম্ভাবনা আছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি শক্তি ক্ষয় করে ঘূর্ণিঝড়ে আঁছড়ে পড়ার সম্ভাবনা আছে।

কবে কোথায় কতটা বৃষ্টিপাত

৯ মে কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১সেমি) সম্ভাবনা আছে।

১০ থেকে ১২ মে পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১সেমি) সম্ভাবনা আছে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা

১০ মে থেকে পশ্চিমবঙ্গ-অড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। যারা এই মুহূর্তে সমুদ্রে আছেন তাদের আজ রাত ৯টার মধ্যে ফিরে আসতে অনুরোদঝ করা হয়েছে।

যা করতে হবে

  • ১০ মে থেকে ১৩ মে সমুদ্রে মাছ ধরা ও ভ্রমণ সম্পূর্ণ রূপে বর্জনীয়।
  • সমুদ্র তীরের সব রকম কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • কৃষিজমি থেকে অতিরিক্ত জল বের দিতে বলা হয়েছে।

Published on: মে ৯, ২০২২ @ ১৭:৩৭


শেয়ার করুন