ঘূর্ণিঝড় অশনি কি এ রাজ্যে প্রভাব ফেলবে, কি বলছে হাওয়া অফিস

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১০, ২০২২ @ ২৩:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ১০ মে: শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিমবঙ্গে বড়সড় আঘাত হানবে না বলেই মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা। ইতিমধ্যেই সে অন্ধ্র উপকূলের দিকে এগোতে শুরু করেছে। ফলে এ রাজ্যে আঘাত না পড়ার সম্ভাবনাই বেশি। যদিও রাজ্য সরকার প্রতিরোধ ব্যবস্থা তৈরি রেখেছে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। পাশপাশি, আগামিকাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ‘অশনি’ এখন ঠিক কোন জায়গায় অবস্থান করছে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

গত ছ’ঘণ্টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বংগোপসাগরে ওবস্থিত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ বর্তমানে ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়েছে। আজ অন্ধ্রপ্রদেশের কাকিনারা থেকে ২১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৩১০ কিমি দক্ষিণ-দক্ষিণ। গোপালপুর থেকে ৫৩০ কিমি দক্ষিণ পশ্চিমে এবং পুরী থেকে ৬৩০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

আবহাওয়া দফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এটি সম্ভবত আগামী কাল সকাল পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে কাকিনারা-বিশাখাপত্তনম উপকূলে অবস্থান করবে। তারপর এটি ধীরে ধীরে উত্তর-উত্তর-পূর্বে দিক পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর কাকিনারা থেকে বিশাখাপত্তনম পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।এরপর সেটি আবার ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নির্গত হতে পারে। শক্তি ক্ষয় করে ১১ মে সকালে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১২ মে সকালে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।

আগামিকাল রাজ্যের নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

ঘূর্ণিঝড় `অশনি` পশ্চিমবঙ্গে আঘাত হানবে না এবং আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সূচনা হতে পারে যা প্রধানত বাংলাদেশ এবং মিয়ানমারকে প্রভাবিত করবে, ভারতের আবহাওয়া বিভাগ এর সিনিয়র বিশেষজ্ঞরা গতকালইএকথা বলেছেন।

Published on: মে ১০, ২০২২ @ ২৩:৪৮


শেয়ার করুন