রবিশঙ্কর প্রসাদের নিশানায় রাহুল গান্ধী- ৫৫ লাখ থেকে ৯ কোটি টাকার সম্পত্তি কিভাবে করলেন আপনি

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  • রাহুল গান্ধী সংসদ সদস্য।২০০৪ সালে তাঁর ইলেকশন এফিডেফিট দেখা যায় তো সেখানে তাঁর সম্পত্তি বলা হয়েছিল ৫৫ লাখ ৩৮ হাজার ১২৩ টাকা
  • ২০০৯ সালে বেড়ে হয়ে যায় ২ কোটি এবং ২০১৪ সালে আবার সেই সম্পত্তি আরও বেড়ে কিভাবে হয়ে গেল ৯ কোটি টাকা?
  • আগে আমরা বাঢরা মডেল অফ ডেভেলপমেন্ট দেখেছি। এবার দেখলাম রাহুল গান্ধী মডেল অফ ডেভেলপমেন্ট।

Published on: মার্চ ২৩, ২০১৯ @ ২১:৪৭

এসপিটি নিউজ ডেস্কঃ লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জমে উঠছে রাজনৈতিক তরজা। সব দলের রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে তপ দাগতে শুরু করেছে। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম এখন দেশের রাজনীতি। আজ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এক সানবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমন শানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর আয়ের সূত্র কী?

এটা কি তবে বাঢরা মডেল অব ডেভেলপমেন্ট?

১) এখানেই থেমে থাকেননি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। তিনি একইভাবে আক্রমণ শানিয়েছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ও জামাইবাবু রবার্ট বাঢরার বিরুদ্ধেও। রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন যে এটা কি তবে বাঢরা মডেল অব ডেভেলপমেন্ট? তিনি আরও অভিযোগ করেন- গত ২-৩ বছরে কিভাবে ৬ থেকে ৭ লাখ টকার সম্পত্তি বেড়ে গিয়ে ৭ থেকে ৮ কোটি টাকা হয়ে গেল?

২) রাহুল গান্ধী সংসদ সদস্য। সেখানে তিনি তাঁর ন্যায্য বেতন পেয়ে থাকেন। কিন্তু এরপরই রবিশঙ্করের নিশানায় উঠে আসেন রাহুল গান্ধী। যদি ২০০৪ সালে তাঁর ইলেকশন এফিডেফিট দেখা যায় তো সেখানে তাঁর সম্পত্তি বলা হয়েছিল ৫৫ লাখ ৩৮ হাজার ১২৩ টাকা, যা ২০০৯ সালে বেড়ে হয়ে যায় ২ কোটি এবং ২০১৪ সালে তা আরও বেড়ে দাঁড়ায় গিয়ে ৯ কোটি টাকা।

একজন সাংসদের সম্পত্তি মাত্র এই কবছরে কিভাবে এত বেড়ে গেল?

৩) রবিশঙ্কর প্রসাদ কংরেস সভাপতি রাহুল গান্ধীর বিষয়ে এই তথ্য তুলে ধরে বলেন আমি রাহুল গান্ধীর বিজনেস মডেল দেখেছি। রাহুল গান্ধী ২০০৪ সালের নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন তাঁর ৫৫ লাখ ৩৮ হাজার ১২৩ টাকা আছে। সেই সম্পত্তি ২০১৪ সালে কিভাবে বেড়ে হয়ে গেল ২ কোটি টাকা। ২০১৪ সালে আবার সেই সম্পত্তি আরও বেড়ে কিভাবে হয়ে গেল ৯ কোটি টাকা? রবিশঙ্কর প্রসাদ রাহুল গান্ধীর কাছে জানতে চেয়েছেন- “একজন সাংসদের সম্পত্তি মাত্র এই কবছরে কিভাবে এত বেড়ে গেল?”

“রাহুল গান্ধী মডেল অফ ডেভেলপমেন্ট-এর খোঁজ মিলেছে এবার”

৪) রবিশঙ্কর প্রসাদ বলেন-“রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কাছে ৪.৬৯ একড়ের এক ফার্ম হাউস ছিল যা দিল্লি ফাইন্যান্সিয়াল টেকনোলজি অফ ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল। ন্যাশনাল স্পোর্টস এক্সচেঞ্জ দিল্লি ফাইন্যান্সিয়াল টেকনোলজি অব ইন্ডিয়াকে এক নোটিশ পাঠায়। সঞ্জয় ভান্ডারি রবার্ট বাঢরার সঙ্গে সম্পর্ক রয়েছে। এখানেই আমার প্রশ্ন- তবে কি নিজের ইউনিটেক থেকে দুটি সম্পত্তি নিয়েছিলেন? যার একটি সম্পত্তির মূল্য ১.৪৪ কোটি টাকা এবং অপরটির মূল্য ৫.৬ কোটি টাকার ছিল।

৫) এরপর রবিশঙ্কর প্রসাদ বলেন- এখনও পর্যন্ত তো আমরা বাঢরা মডেল অফ ডেভেলপমেন্ট দেখেছি যেখানে ৬ থেকে ৭ লাখ টাকা ঢালা হয় এবং মাত্র দুই-তিন বছরে ৭০০-৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যান।

এবার আমাদের রাহুল গান্ধী মডেল অফ ডেভেলপমেন্ট-এর খোঁজ মিলেছে।

Published on: মার্চ ২৩, ২০১৯ @ ২১:৪৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − = 15