মালদার চাঁচলের জনসভায় দাঁড়িয়ে মোদি-মমতাকে দুষলেন রাহুল গান্ধী

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  •  
  • বাংলায় একজনই শাসন চালাচ্ছে।বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যা কি করেছেন?
  • ক্ষমতায় এলে মালদায় আম প্রক্রিয়াকরণ কারখানা হবে।
  • চৌকিদার থাকে ধনীদের ঘরে।বেকার, মজদুর, কৃষকদের ঘরে চৌকিদার থাকে না। চুরি কররার পর এখন বলছেন-আমি চৌকিদার, সারা দেশ চৌকিদার।

Published on: মার্চ ২৩, ২০১৯ @ ২০:১৪

এসপিটি নিউজ, মালদা, ২৩ মার্চঃ দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি যে বাংলার মুখ্যমন্ত্রীকে কোনওভাবেই সমর্থন করবেন না সেটাই বুঝিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।মালদার চাঁচলের সভায় দাঁড়িয়ে দলের প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে সভা করে বার্তা দিয়ে গেলেন যে সাধারণ মানুষের কথা না ভাবেন প্রধানমন্ত্রী মোদি না ভাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে কংগ্রেসই দেবে মানুষকে সেই পরিষেবা।

মমতার বিরুদ্ধে তোপ রাহুলের

১) বাংলায় যেভাবে কংগ্রেস কর্মীদের হয়রানির শিকার হতে হয় আক্রান্ত হতে হয় তা নিয়ে এবার প্রকাশ্যেই মুখ খুললেন দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন-“বাংলার মানুষ অনেক সহ্য করেছেন। এখানে কংগ্রেস কর্মীদের নিয়মিত বিরোধিতার মুখে পড়তে হয়। বাংলায় একজনই শাসন চালাচ্ছে। আগে এখানে একটা দলের সরকার চলত, এখন একক ব্যক্তির সরকার চলে।কংগ্রেসের হাত ধরেই বাংলায় বদল আসবে।”

২) “বাংলা শিক্ষা, স্বাস্থ্য সবেতেই পিছিয়ে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে হাসপাতালে গেলেই লাখ লাখ টাকা লাগে। কংগ্রেস ক্ষমতায় এলে সব বদলে যাবে। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? ক্ষমতায় এলে মালদায় আম প্রক্রিয়াকরণ কারখানা হবে। কৃষকরা কারখানায় আম বিক্রি করে সঠিক দাম পাবে। এই আমের তৈরি পণ্য সারা দেশে ছড়য়ে পড়বে।”

চুরি করার পর বলছেন- “আমি চৌকিদার, সারা দেশ চৌকিদার”

৩)“৩০ হাজার কোটি টাকা মোদি অনিল আম্বানিকে দিয়েছেন। চৌকিদার থাকে ধনীদের ঘরে। অনিল আম্বানি, নীরব মোদি, মহুল চোকসি, বিজয় মাল্যর ঘরে। গরিবের ঘরে চৌকিদার থাকে না। বেকার, মজদুর, কৃষকদের ঘরে চৌকিদার থাকে না। চুরি কররার পর এখন বলছেন-আমি চৌকিদার, সারা দেশ চৌকিদার।”

৪) ২০১৪ সালে মোদি বলেছিলেন আমি প্রধানমন্ত্রী নয় চৌকিদার হতে চাই। মোদি সারাদিন মিথ্যা কথা বলেন। ২ কোটি যুবককে চাকরি দিয়ে দেব, কৃষকদের সাহায্য করব বলেছিলেন। চৌকিদার ধনীদের টাকা দেন। আমরা গরিবদের টাকা দেব। সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে টাকা।”

Published on: মার্চ ২৩, ২০১৯ @ ২০:১৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 + = 50