যে কারণে পর্যটনমন্ত্রী নিজের পুর ওয়ার্ডকেও নির্মল বাংলা বলে ঘোষণা করতে পারছেন না

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- কৃষ্ণা দাস

Published on: নভে ২, ২০১৮ @ ২৩:৪২

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২নভেম্বরঃ এমন যন্ত্রণা সইতে হবে তা কী তিনি ভেবেছিলেন কোনওদিন? রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব তাঁর নিজের ওয়ার্ডকে নির্মল বাংলা বলে ঘোষণা করতে পারছেন না। শুধু নিজের ওয়ার্ডই বা বলি কেন গোটা শিলিগুড়ি পুরসভার এলাকাকেই এই সুনাম থেকে দূরে থাকতে হচ্ছে। ইচ্ছে থাকলেও কিছু করতে পারছেন না মন্ত্রীমশাই। কারণটা খুবই সাধারণ ব্যাপার-পুরসভা নির্মল বাংলা প্রকল্পের টাকাই খরচ করতে পারছে না।সে কথা পরোক্ষে স্বীকারও করে নিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য স্বয়ং। তিনি তো বলেই দিয়েছেন- এ ব্যাপারে কাউন্সিলরদের মধ্যে যদি অনীহা থাকে তাহলে কি-ই বা করার থাকে।

পর্যটনমন্ত্রী সহ পুরসভার বিরোধী দলনেতার অভিযোগ, শিলিগুড়ি পুরসভায় নির্মল বাংলার প্রকল্পের ৩ কোটি ২৭লক্ষ টাকা পড়ে থাকলেও সেই টাকা কাজে লাগাতে পারছে না পুরসভা।এরপরই মেয়র অশোক ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেন-“তিনি জানান, মোট ওডিএফ প্রকল্পের জন্য মোট ৪০৯৭জনের জন্য টাকা এসেছে কিন্তু পুরসভায় নাম জমা পড়েছে মাত্র ৩৮৬জনের। তাঁর অভিযোগ, কাউন্সিলররা নাম জমা না দিলে এই প্রকল্পের টাকা কি করে খরচ করা হবে। সরকারের নিয়ম অনুযায়ী ওডিএফ প্রকল্পের টাকা পেতে গেলে বাড়ির হোর্ডিং নাম্বার দিতে হয়। কিন্তু সরকারের টাকা পড়ে না থেকে যাতে কাজে লাগে সেকারনে সহজ পন্থা অবলম্বন করে হোর্ডিং নাম্বার ছাড়াই আবেদন করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যম ছাড়া সরাসরি পুরনিগমে আবেদন করা যাবে বলেও জানান।

এদিন মেয়র দাবি করেন, গোটা পশ্চিমবঙ্গে এই প্রথম শিলিগুড়িতে মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে ২৪জন কর্মী নিয়োগ করা হচ্ছে। শিলিগুড়ি মিউনিশিপাল সার্ভিস কমিশন তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করেছে। এখন সরকারি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করা হচ্ছে।  সারা পশ্চিমবঙ্গ থেকে মাধ্যমিক পাশ যুবকরা গ্রুপ সি বিভাগে ইন্টারভিউ দিতে এসেছিল। তাদের মধ্য থেকে ২৪জনকে সরকারি গাইডলাইন মেনে সিলেক্ট করেছে সেই সার্ভিস কমিশন। এছাড়াও শিলিগুড়ি পুরনিগমে সম্প্রতি ৭৭জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয়েছে। যার মধ্যে ৯জন স্থায়ী গাড়ির চালক ও ১২০জন স্থায়ী সুইপার।

Published on: নভে ২, ২০১৮ @ ২৩:৪২

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =