যাত্রী ও পন্য পরিবহনে উল্লেখযোগ্য সাফল্য দক্ষিন পূর্ব রেলের

রাজ্য রেল
শেয়ার করুন

এসপিটি নিউজ, হাওড়াঃ ২০১৭-১৮ সালে পণ্য পরিবহন ও যাত্রী পরবহনে উল্লেখযোগ্য সাফল্য পেল দক্ষিন পূর্ব রেল। বর্তমান অর্থ বর্ষের প্রথম ৮ মাসে অর্থাৎ এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত পন্য পরিবহনে আর্থিক বৃদ্ধির হার প্রায় ৮.৪৭ শতাংশ এবং যাত্রী পরিবহনে বৃদ্ধির হার প্রায় ৭.৩৭ শতাংশ।

দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ২০১৬-১৭ অর্থ বর্ষে দক্ষিন পূর্ব রেল পন্য পরিবহনে করে যেখানে ৭১৬৭.৭০ কোটি টাকা আয় করেছিল সেখানে ২০১৭-১৮ অর্থ বর্ষে আয়ের পরিমান ৭৭৬৩.৮১ কোটি টাকা। গত বছরের তুলনায় প্রায় ৬০৬.১১কোটি টাকা বেশী। বৃদ্ধির হার প্রায ৮.৪৭ শতাংশ। দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ২০১৬ -১৭ অর্থ বর্ষে যেখানে ৯৬.৫৮ মিলিয়ন টন পন্য পরিবহন করা হয়েছিল সেখানে ২০১৭-১৮ অর্থ বর্ষে বেড়ে হয়েছে ৯৮.৪৮ মিলিয়ন টন। যেটা প্রায় ৩.৩৪ শতাংশ বেশী।রেল সূত্রে খবর রেল যেসব পণ্য বহন করে এই পরিমান অর্থ পেয়েছে তার মধ্যে কয়লা, লোহা,সিমেন্ট,খাদ্যশষ্য,সার অন্যতম।

অন্যদিকে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও সাফ্যলের নজির দক্ষিন পূর্ব রেলের। রেল সূত্রে খবর ২০১৬-১৭ অর্থ বর্ষে যাত্রী পরিবহন করে যেখানে রেলের আয় হয়েছিল ১২৭৮.৬৩ কোটি টাকা সেখানে ২০১৭-১৮ অর্থ বর্ষের প্রথম ৮ মাসে দক্ষিন পূর্ব রেলের আয় হয়েছে ১৩৭২.৮৯ কোটি টাকা।অর্থাৎ বৃদ্ধির হার প্রায় ৭.৩৭ শতাংশ। রেল সূত্রে খবর রেলের এই আয়ের ৭১.২০ কোটি টাকা এসেছে সুবারবন এলাকার যাত্রী পরিবহন করে এবং ১৩০১.৬০ কোটি টাকা এসেছে ননসুবারবন এলাকার যাত্রী পরিবহন করে। দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর এই অর্থ বর্ষে রেল প্রায় ১৭৩.৯৬ মিলিয়ন যাত্রী বহন করেছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =