আবেগতাড়িত রাষ্ট্রপতি, বললেন মমতার আঁকে ছবি থাকবে তাঁর হৃদয়ে মুখ্যমন্ত্রী বললেন, রাষ্ট্রপতির উপস্থিতির জন্য আমরা আজ সম্মানিত ও কৃতজ্ঞ

দেশ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল মঙ্গলবার গোটা বাংলা। একদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মুখে শোনা গেল বাংলার প্রশংসা আর এক দিকে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের হাতে আঁকা ছবি তুলে দিলেন রাষ্ট্রপতির হাতে। যে উপহার পেয়ে রীতিমতো আপ্লুত রাষ্ট্রপতি স্বয়ং। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান রাষ্ট্রপতি। জানিয়ে দেন, এই ছবি থাকবে রাষ্ট্রপতি ভবনে। যা চিরকাল জায়গা পাবে তাঁর হৃদয়ের কাছে। আজ পশ্চিমবঙ্গ সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নাগরিক সংবর্ধনা দেয়।

রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি ছিল কলকাতায় প্রথম সফর।বাংলার আমন্ত্রণ পেয়েই তিনি চলে আসেন।তাঁকে সংবর্ধনা দিতে পেরে একদিকে যেমন গর্বিত মুখ্যমন্ত্রী ঠিক তেমনই আবেগতাড়িত হয়ে ওঠেন রাষ্ট্রপতি স্বয়ং। ভাষন দিতে উঠে তিনি বাংলায় বলে ওঠেন, “নমস্কার আমার সোনার বাংলা, আমি তোমায় ভানবাসি।” এরপর বাংলার কথা বলতে গিয়ে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। বলতে থাকেন-“এই শহরের হৃদয় আছে। আমি বরাবর বাংলার ভক্ত। জাতীয় পরিচিতির সঙ্গে জুড়ে আছে বাংলা।রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, নেতাজি জাতীয়তাবাদের জনক। সামাজিক দিক থেকে আধ্যাত্মিকতা সব ক্ষেত্রেই পথ দেখিয়েছে বাংলা।”

মুখ্যমন্ত্রী বলেন, এটি বাংলার জন্য একটি গর্বিত মুহূর্ত। আমরা তাঁর অনুরাগী। বাংলায় এসে রাজ্যের মর্যাদা বাড়িয়েছেন। রাষ্ট্রপতির পদ রাজনীতির উর্ধ্বে। তাঁর উপস্থিতির জন্য আমরা আজ সম্মানিত ও কৃতজ্ঞ। পরে ফেসবুক পেজে এদিনের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি আপলোড করেন। সংবাদ প্রভাকর টাইমস-ও আজকের ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এই সংবাদ ও ছবি তুলে ধরল পাঠকদের সামনে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =