নয়াগ্রামের অঙ্গনওয়াড়িতে টানা ১৮ দিন মিড ডে মিল বন্ধ, পথ চেয়ে শিশুরা, গ্রামবাসীরা বলছে-মুখ্যমন্ত্রী জানলে এমনটা হত না

Main রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম:  চালের অভাবে ১৮ দিন ধরে মিড ডে মিল বন্ধ। এমনভাবেই চলছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের নাগরিপাদা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজকর্ম। ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৪৮ জন ছাত্র ও ছাত্রী ও এক শিক্ষিকা রয়েছেন।আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে। দীর্ঘ দিন যাবৎ ঐ স্কুলে রান্না হচ্ছে না চালের অভাবে।যার ফলে ছোট ছোট শিশুরা আসছে কিন্তু তারা খাবার পাচ্ছে না।কবে কাবার পাবে সেই অপেক্ষায় পথ চেয়ে বসে আছে খুদে পড়ুয়ারা।

এসব কেন্দ্রে শিশুরা আসে পড়াশুনার সঙ্গে সঙ্গে খাবারের টানে কারণ প্রত্যন্ত এই এলাকায় পারিবারিক অবস্হা স্বচ্ছল নয়।খাবারের টানে পড়তে আসা শিশুদের এখন বাদ সেজেছে মিড ডে মিল।যেখানে মিড ডে মিল ব্যাপারে সব সময় সজাগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে এমনটা দিনের পর দিন কিভাবে কাটছে। কেন প্রশাসনের কাছে কোনও খবর পৌঁছয়নি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

গ্রামবাসীদের একাংশ তো বলতে শুরু করেছে-আমাদের মুখ্যমন্ত্রী জানেনও না তার রাজ্যে তারই প্রিয় আদরের শিশুরা টানা ১৮ দিন ধরে মিড ডে মিল থেকে পাচ্ছে না।তিনি যদি জানতে পারতেন তবে এমনটা হত না।

প্রতিবেদনঃ বাপ্পা মন্ডল        ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1