দিদিকে বলোঃ মণিরামপুরের পর উত্তর বারাকপুর- অভিষেকের নির্দেশে সাধারণ মানুষের দোরে সম্রাট

Main রাজ্য
শেয়ার করুন

বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পুরসভার আনন্দমঠ অঞ্চলে ‌’দিদিকে বলো’ কর্মসূচির আয়োজন করা হয়েছিলো।

 Published on: সেপ্টে ২১, ২০১৯ @ ১২:১৯

এসপিটি নিউজ, বারাকপুর, ২১ সেপ্টেম্বর: মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করা। মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়ে তাদের উদ্ধাr করা। এলাকায় থেকে প্রয়োজনে তাদের সঙ্গে তাদের মতো করে জীববযাপন করে তাদের অভাব-অভিযোগ শোনা- দলের কর্মী-নেতা-নেত্রীদের কাছে এসব কিছুই চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচিতে রীতিমতো সাড়া পড়েছে। আর সেই কর্মসূচি পালন করে চলেছে তৃণমূল যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে গোটা রাজ্যেই যুব তৃণমূলের কর্মীরা ‘দিদিকে বলো’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছেন। আর সেই পথে এগিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে এখনও পর্যন্ত অনেকটাই সফল যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।

এলাকার মানুষের সঙ্গে কথা বলে পুরসভা কেন্দ্রে রাত্রিবাস

  1.  কয়েকদিন আগেই সম্রাট সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মণিরামপুর এলাকায় গিয়ে সেখানকার মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ শুনে     জনসংযোগ রক্ষা করার পাশাপাশি ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করেছিলেন। সেখানে রাত্রিবাসও করেছিলেন। সেখানে না থেমে তিনি এবার উত্তর বারাকপুর পুরসভা এলাকাতেও এই কর্মসূচি পালন করলেন।
  2.   গত বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পুরসভার আনন্দমঠ অঞ্চলে ‌’দিদিকে বলো’ কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। এই কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। উপস্থিত ছিলেন উত্তর বারাকপুর পুরসভার পুর-পারিষদ কাউন্সিলর সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর শিপ্রা চক্রবর্তী, স্থানীয় তৃণমূল নেত্রী শ্রীপর্না রায়, নির্মল কর, পঙ্কজ দাস,কাজল চন্দ, সমীর দাস, দেবব্রত মল্লিক, সুবোধ ঘোষ, প্রসূন সরকার, সুদীপ রায়, সহ অন্যান্যরা। আনন্দমঠ নেতাজী মূর্তির পাদদেশ থেকে ভারত মায়ের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে “দিদিকে বলো” জনসংযোগ যাত্রার শুভ সূচনা হয়।
  3. এরপর জনসংযোগ যাত্রায় অংশগ্রহণকারীরা এলাকার সমস্ত স্তরের মানুষের সঙ্গে কথা বলেন। শোনেন তাদের নানা সমস্যার কথা। পাশাপাশি তারা সেইসমস্ত মানুষকে জানিয়ে দেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। তিনি যে সর্বদা মানুষের সঙ্গে মানুষের পাশে আছেন সব সময় তাদের কথা ভাবেন সেটাই সম্রাটের নেতৃত্বে তৃণমূল কর্মীরা সুন্দর করে বুঝিয়ে দেন। সব শেষে তারা স্থানীয় পুরসভা কেন্দ্রে রাত্রিবাস করেন।

Published on: সেপ্টে ২১, ২০১৯ @ ১২:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 17 = 18