মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করে শিবসেনা মন্ত্রী আদিত্য ঠাকরে বললেন যে কথাগুলি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১, ২০২১ @ ০০:২৯

এসপিটি নিউজ, মুম্বই, ৩০ নভেম্বর:   দুইদিনের সফরে আজ মুম্বই পৌঁছেছেন পশ্চিম্বঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি মুম্বই পৌঁছে প্রথমে মুম্বই হামলায় শহীদ তুকারাম অমব্লের স্ট্যাচুতে শ্রদ্ধার্ঘ অর্পন করেন। এরপর তিনি যান মুম্বইয়ে সিদ্ধিবিনায়কের মন্দিরে। সেখান থেকে বেরিয়ে শিবসেনা নেতা মন্ত্রী আদিত্য ঠাকরে ও নেতা সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করেন।

তিনজনের মধ্যে এক বৈঠক হয়। আদিত্য ঠাকরে বলেন- “আমরা তাকে মুম্বই এবং মহারাষ্ট্রে স্বাগত জানাই। সবসময় বন্ধুত্ব ছিল। ২-৩ বছর আগে যখন তিনি মুম্বইতে এসেছিলেন তখন আমরা তার সাথে দেখা করেছি। সেই বন্ধুত্বকে এগিয়ে নিতে আমরা এসেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি কিন্তু আমরা তাকে মুম্বাইতে স্বাগত জানাতে এসেছি।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যা এখন দলের সংগঠন বাড়ানোর কাজে নেমেছেন। ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের সংগঠন বিস্তার করেছে। ত্রিপুরায় সম্প্রতি অনুষ্ঠিত আগরতলা পুরভোটে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। সেখানে মাত্র তিন মাসের প্রচারে নিজেরা ২০ শতাংশ ভোট আদায় করে নিতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা ইতিপূর্বে গোয়ায় নিজেদের সংগঠনকে বিস্তার করেছে। এছাড়াও মেঘালয়েও তাদের সাংগঠনিক কাজকর্ম দ্রুত এগোচ্ছে। সেখানে কংগ্রেস ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ মোট ১২জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এবার মহারাষ্ট্রের মুম্বই সফর করছেন তিনি।

Published on: ডিসে ১, ২০২১ @ ০০:২৯


শেয়ার করুন