‘মরেই যেতাম, ড্রাইভার ব্রেক কষেছিল বলে বেঁচেছি, তদন্ত হোক’
এসপিটি নিউজ, কলকাতা, ২৪ জানুয়ারি: বুধবার বর্ধমান থেকে মিটিং সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার মুহূর্তটি তুলে ধরেন তিনি। এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্ঘটনার প্রসঙ্গে জানান- গাড়িটা ২০০ স্পিডে যাচ্ছিল। যেতে যেতে আমার গাড়িটা ড্যাসই করে দিত। এবং পুরো মরেই যেতাম। ড্রাইভার ব্রেক করষেছিল বলে বেঁচেছি। মুখ্যমন্ত্রী মমতা […]
Continue Reading